ভিডিও ENG
  1. Home/
  2. দেশজুড়ে

‘সকালে এমন দৃশ্য দেখা লাগবে, কে জানতো!’

জেলা প্রতিনিধি | কিশোরগঞ্জ | প্রকাশিত: ০৪:১৩ পিএম, ০৬ জানুয়ারি ২০২১

কিশোরগঞ্জের কটিয়াদীতে নিজের ঘরে ঘুমন্ত অবস্থায় সাবিনা আক্তার (২২) নামের এক প্রবাসীর স্ত্রীকে জবাই করে হত্যা করেছে দুর্বৃত্তরা।

মঙ্গলবার (৫ জানুয়ারি) রাতে উপজেলা সদরের কমরভোগ গ্রামে এ ঘটনা ঘটে।

নিহত সাবিনা কমরভোগ গ্রামের সৌদী প্রবাসী দীন ইসলামের স্ত্রী।

পুলিশ ও স্বজনরা জানান, মঙ্গলবার রাতে বাবা-মায়ের সাথে রাতের খাবার খেয়ে নিজের ঘরে ঘুমিয়ে পড়েন সাবিনা। বুধবার সকালে স্বজনরা ঘুম থেকে জেগে সাবিনার ঘরের দরজা খোলা দেখতে পান। এ সময় বিছানার ওপর অস্ত্রের আঘাতে ক্ষতবিক্ষত মরদেহ পড়ে থাকতে দেখেন তারা।

কমরভোগ গ্রামের ফুল মিয়ার এক ছেলে ও চার সেয়ের মধ্যে সাবিনা ছিলেন সবার ছোট। তিন বছর আগে একই গ্রামের চাচাতো ভাই দীন ইসলামের সাথে তার বিয়ে হয়। বিয়ের পরই স্বামী বিদেশ চলে যাওয়ার পর থাকতেন বাবা-মায়ের সাথে।

সাবিনার মা মদিনা আক্তার বলেন, ‘রাতে এক সঙ্গে খাওয়াদাওয়া শেষ করে মেয়েকে তার ঘরে রেখে আসি। দরজা লাগিয়ে বাতি নেভানোর পর নিজের ঘরে আসি। সকালে এমন দৃশ্য দেখা লাগবে, তা কে জানতো’।

jagonews24

পরিবারের লোকজন জানান, তাদের কোনো শত্রু ছিল না। তবে একই গ্রামে অবস্থিত শ্বশুরবাড়ির লোকজনের সাথে সাবিনার সম্পর্ক ভালো ছিল না। জড়িতদের অবিলম্বে গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি তাদের।

খবর পেয়ে কটিয়াদী থানা পুলিশসহ জেলা পুলিশের ঊধ্বর্তন কর্মকর্তারা ঘটনাস্থলে ছুটে যান। হত্যার কারণ উদঘাটন ও ঘটনায় জড়িতদের ধরতে চেষ্টা চলছে বলে জানান অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ) তাহিয়াত আহমেদ চৌধুরী।

হত্যার বিষয়ে বেশকিছু তথ্যও তাদের হাতে রয়েছে বলে জানান তিনি। এ সময় কটিয়াদী সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার সোনাহর আলী উপস্থিত ছিলেন।

কটিয়াদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আবদুল জলিল জানান, মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কিশোরগঞ্জ ২৫০ শয্যা জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় থানায় মামলার প্রস্তুতি চলছে।

নূর মোহাম্মদ/এসএমএম/জেআইএম