প্রথম ভ্যাকসিন নেয়া চিকিৎসক ডা. মুবীনকে ফুলেল শুভেচ্ছা
রাজধানীর কুর্মিটোলা জেনারেল হাসপাতালের সহকারী অধ্যাপক ডা. আহমেদ লুৎফুল মুবীন চিকিৎসকদের মধ্যে প্রথম করোনা ভ্যাকসিন নেয়ায় ফুলেল শুভেচ্ছা জানানো হয়েছে। শুক্রবার (২৯ জানুয়ারি) সকালে টাঙ্গাইলে চিকিৎসক-নার্সসহ স্থানীয়রা তাকে ফুল দিয়ে বরণ করে নেন।
এসময় অধ্যাপক ডা. আইয়ুব আলী, সহযোগী অধ্যাপক কে এম মামুন মোর্শেদ, ডা. শফিকুর রহমান খান লিটন, স্থানীয় এশিয়া হসপিটালের চেয়ারম্যান খন্দকার মফিজুল হক তিতু, ব্যবস্থাপনা পরিচালক মো. মোশারফ হোসেন সিদ্দিকী ঝিন্টু, পরিচালক হাজী রিপন দেওয়ানসহ বিভিন্ন শ্রেণি পেশার মানুষ উপস্থিত ছিলেন।
এশিয়া হসপিটালের ব্যবস্থাপনা পরিচালক মো. মোশারফ হোসেন সিদ্দিকী ঝিন্টু বলেন, সকলের ভয়ভীতি দূর করতে টিকা নেয়ার উদ্যোগ গ্রহণ করায় সম্মান স্বরূপ তাকে ফুলেল শুভেচ্ছা জানানো হয়েছে।
উল্লেখ্য, বুধবার (২৭ জানুয়ারি) বিকালে গণভবন থেকে ভার্চুয়ালি টিকাদান কার্যক্রম উদ্বোধন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ভিডিও কনফারেন্সে প্রথম ৫ জনের ওপর টিকার প্রয়োগ সরাসরি প্রত্যক্ষ করেন প্রধানমন্ত্রী। এসময় বাংলাদেশে প্রথম টিকা নেন রাজধানীর কুর্মিটোলা জেনারেল হাসপাতালের সিনিয়র নার্স রুনু ভেরোনিকা কস্তা, লিভার বিভাগের সহকারি অধ্যাপক ডা. আহমেদ লুৎফুল মুবীন, স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক নাসিমা সুলতানা, ট্রাফিক পুলিশের সদস্য দিদারুল ইসলাম এবং সেনাবাহিনীর কমকর্তা ব্রিগেডিয়ার জেনারেল এম ইমরান হামিদ।
আরিফ উর রহমান টগর/ আরএইচ/জিকেএস