ফের মেয়র হলেন আবুল খায়ের
লক্ষ্মীপুরের রামগঞ্জ পৌরসভায় ফের নৌকা প্রতীক নিয়ে আবুল খায়ের পাটওয়ারী মেয়র নির্বাচিত হয়েছেন।
শনিবার (৩০ জানুয়ারি) রাত সাড়ে ৮ টার দিকে সহকারি রিটার্নিং কর্মকর্তা আবু তাহের বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি বলেন, আবুল খায়ের পাটওয়ারী ১৬ হাজার ২৫৭ ভোট পেয়ে দ্বিতীয় বারের মতো বিজয়ী হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বি ধানের শীষের প্রার্থী তোফাজ্জল হোসেন বাচ্চু ১ হাজার ৯৮০ ভোট পেয়েছেন।
এরআগে ২০১৫ সালেও আবুল খায়ের আওয়ামী লীগের মনোনয়ন নিয়ে বিপুল ভোট পেয়ে মেয়র নির্বাচিত হয়েছিলেন। তিনি রামগঞ্জ পৌর আওয়ামী লীগের সভাপতি।
এদিকে কাউন্সিলর পদে ১ নম্বর ওয়ার্ডে কামরুল হাসান ফয়সাল মাল, ২ নম্বর ওয়ার্ডে আবু সুফিয়ান ভূঁইয়া, ৩ নম্বর ওয়ার্ডে রাশেদ আলম, ৪ নম্বর ওয়ার্ডে মনির হোসেন, ৫ নম্বর ওয়ার্ডে দেলোয়ার হোসেন, ৬ নম্বর ওয়ার্ডে মামুন রশীদ আখন, ৭ নম্বর ওয়ার্ডে মেহেদী হাসান সুমন, ৮ নম্বর ওয়ার্ডে সহিদ উল্যা ও ৯ নম্বর ওয়ার্ডে মেহেদী হাসান শুভ নির্বাচিত হয়েছেন।
প্রসঙ্গত, তৃতীয় ধাপে রামগঞ্জ পৌরসভার ৯টি ওয়ার্ডে ১৭ টি কেন্দ্রে সকাল ৮ টা থেকে বিকাল ৪ টা পর্যন্ত ভোটগ্রহণ চলে।
এ পৌরসভায় মোট ভোটার সংখ্যা ৩৬ হাজার ৪১৯ জন ভোটার। এর মধ্যে পুরুষ ১৮ হাজার ৪৮২ জন ও মহিলা ১৭ হাজার ৯৩৭ জন।
কাজল কায়েস/ আরএইচ/এমকেএইচ