পাবনায় পৌর মেয়র হলেন আ.লীগের বিদ্রোহী প্রার্থী শরীফ
পাবনা পৌরসভা নির্বাচনে বেসরকারিভাবে মেয়র নির্বাচিত হয়েছেন আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী শরীফ উদ্দিন প্রধান। তিনি আওয়ামী লীগের দলীয় মনোনয়ন না পেয়ে স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচনে অংশ নেন।
শরীফ উদ্দিন পেয়েছেন ২৭ হাজার ৯৬৯ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বি আওয়ামী লীগ মনোনীত আলী মর্তুজা বিশ্বাস সনি নৌকা প্রতীক নিয়ে পেয়েছেন ২৭ হাজার ৮৪৭ ভোট। এছাড়া বিএনপির প্রার্থী নুর মোহাম্মদ মাসুম বগা পেয়েছেন ৭ হাজার ৫০৪ ভোট।
এর আগে শনিবার (৩০ জানুয়ারি) সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত টানা ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়। গণনা শেষে রাতে পাবনা জেলা সিনিয়র নির্বাচন কর্মকর্তা মাহবুবুর রহমান ফলাফল ঘোষণা করেন।
পাবনা পৌরসভা নির্বাচনে মেয়র পদে পাঁচজন, সাধারণ কাউন্সিলর পদে ৭৪ জন ও সংরক্ষিত মহিলা কাউন্সিলর পদে ১৭ জন প্রতিদ্বন্দ্বিতা করেন। পৌরসভায় মোট ভোটার ছিল এক লাখ ১২ হাজার ২৪৪ জন।
আমিন ইসলাম/এএএইচ/এমকেএইচ