ভিডিও EN
  1. Home/
  2. দেশজুড়ে

২৬ বছরের রকি টাঙ্গাইলের সর্বকনিষ্ঠ কাউন্সিলর

জেলা প্রতিনিধি | টাঙ্গাইল | প্রকাশিত: ০১:১৬ পিএম, ০২ ফেব্রুয়ারি ২০২১

মাত্র ২৬ বছর বয়সেই টাঙ্গাইল পৌরসভার কাউন্সিলর নির্বাচিত হয়েছেন নুরুল ইসলাম রকি হায়দার। ১৩৩ বছরের প্রাচীন ও প্রথম শ্রেণির এ পৌরসভার ১৮টি ওয়ার্ডের মধ্যে সর্ব কনিষ্ঠ নির্বাচিত কাউন্সিলর তিনি। তৃতীয় ধাপে গত ৩০ জানুয়ারি অনুষ্ঠিত টাঙ্গাইল পৌরসভার নির্বাচনে ৮নং ওয়ার্ডের কাউন্সিলর নির্বাচিত হয়েছেন রকি।

নুরুল ইসলাম রকি হায়দার ১৬৪৩ ভোট পেয়ে কাউন্সিলর নির্বাচিত হন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ও দুইবারের কাউন্সিলর মোহাম্মদ আলী পান ১৫৯৩ ভোট। দুইবারের কাউন্সিলর আর বয়সে দ্বিগুণ প্রার্থীর প্রতিদ্বন্দ্বী হয়েও ৫০ ভোট বেশি পেয়ে বিজয়ী হন এ প্রার্থী। তরুণ এ প্রার্থীর বিজয়ে আনন্দিত সমর্থকরা।

জানা যায়, ১৮৮৭ সালের ১ জুলাই টাঙ্গাইল পৌরসভা প্রতিষ্ঠা লাভ করে। ১৯৮৫ সালে টাঙ্গাইল পৌরসভা ‘গ’ থেকে ‘খ’ এবং ১৯৮৯ সালে ‘খ’ থেকে ‘ক’ শ্রেণিতে উন্নীত হয়। ১৮টি ওয়ার্ড নিয়ে গঠিত এ পৌরসভার ভোটার সংখ্যা ১ লাখ ২৪ হাজার ৪২৫ জন। এর মধ্যে ৬০ হাজার ৩৩৪ জন পুরুষ ও ৬৪ হাজার ৯১ জন নারী। টাঙ্গাইল পৌরসভার ১৮টি ওয়ার্ডে ৩ জন মেয়র, ৩৪ জন সংরক্ষিত মহিলা কাউন্সিলর আর ১০০ জন সাধারণ কাউন্সিলর প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেন।

এর মধ্যে সন্তোষ, বালুচড়া, পুরাতন পাড়া, ঘোষপাড়া, কাগমারী, অলোয়া ভবানী ও মাদার খোল নিয়ে গঠিত টাঙ্গাইল পৌরসভার ৮নং ওয়ার্ড। এ ওয়ার্ডের ভোটার সংখ্যা ৬৩৯৩ জন।

গত ৩০ জানুয়ারি অনুষ্ঠিত পৌরসভা নির্বাচনে এ ওয়ার্ডে ভোট দিয়েছেন ৪৯৮১ জন ভোটার। এর মধ্যে ৮নং ওয়ার্ডের উট পাখি প্রতীকের প্রার্থী মো. নরুল ইসলাম রকি হায়দার ১ হাজার ৬৪৩ ভোট পেয়ে কাউন্সিলর নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ডালিম প্রতীকের প্রার্থী ও দুইবারের কাউন্সিলর মোহাম্মদ আলী পেয়েছেন ১ হাজার ৫৯৩ ভোট।

jagonews24

সন্তোষ পুরাতন পাড়ার ভোটার আব্দুর রাজ্জাক (৫৫) বলেন, রকি হায়দারের বাবা মরহুম সেলিম হায়দার ২০১০ সাল থেকে ২০১৫ সাল পর্যন্ত এ ওয়ার্ডের কাউন্সিলর ছিলেন। তিনি খুব ভালো মানুষ ছিলেন। এ কারণে তার ছেলে রকি হায়দারকে আমরা সমর্থন দিয়ে বিজয়ী করেছি।

বিজয়ী কাউন্সিলর মো. নরুল ইসলাম রকি হায়দার (২৬) বলেন, আমার বাবা মরহুম সেলিম হায়দার এ ওয়ার্ডের কাউন্সিলর ছিলেন। খুব কাছ থেকে আমি আমার বাবার কাজ দেখেছি। দেখেছি কিভাবে জনগণের খেদমত করতে হয়, কিভাবে নাগরিক সুযোগ সুবিধাগুলো জনগণের কাছে পৌঁছে দেয়া যায়। এ কারণে আমার বিশ্বাস আমি পারব ভোটারদের খেদমত করতে।

প্রতিশ্রুতি প্রসঙ্গে তিনি বলেন, রাস্তা ঘাটের উন্নয়নের পাশাপাশি রয়েছে কিছু স্মার্ট আইডিয়া। এ ওয়ার্ডবাসীর চিকিৎসা সুবিধার্থে আমি আমার ব্যক্তিগত টাকায় একটি অ্যাম্বুলেন্স কিনব। যার মাধ্যমে ও বিনা পয়সায় এ ওয়ার্ডের অসুস্থ নাগরিকগণ চিকিৎসা সেবার সুবিধা ভোগ করবেন।

এ সেবার স্বার্থে ওয়ার্ডের প্রতিটি মোড়ে মোড়ে হটলাইন থাকবে, ওই হটলাইনের মাধ্যমে যদি কোনো মানুষ অসুস্থ হয়ে পড়েন তার পরিবার যোগাযোগ করতে পারবেন। সংবাদ পাওয়া মাত্রই রোগীকে টাঙ্গাইল হাসপাতাল অথবা ঢাকায় পৌঁছে দেবে ওই অ্যাম্বুলেন্স। এছাড়াও ওয়ার্ডের প্রতিটি মোড়ে মোড়ে ওয়াইফাই সংযোগ দেব, যার মাধ্যমে মানুষ তার জরুরি কাজগুলো সেরে নিতে পারবেন।

তিনি আরও বলেন, ওয়ার্ডের বিভিন্ন মোড়ে বৃদ্ধি পেয়েছে মাদক বেচাকেনা। মাদক ব্যবসা নিয়ন্ত্রণ করতে চিহ্নিত সেই সকল স্থানে সিসি ক্যামেরা স্থাপন করার ইচ্ছাও রয়েছে তার।

গত ৩০ জানুয়ারি তৃতীয় ধাপে অনুষ্ঠিত টাঙ্গাইল পৌরসভার ৮নং ওয়ার্ডের নব-নির্বাচিত মো. নরুল ইসলাম রকি হায়দার সর্বকনিষ্ঠ কাউন্সিলর বলে নিশ্চিত করেছেন টাঙ্গাইলের সিনিয়র জেলা নির্বাচন কর্মকর্তা এএইচএম কামরুল হাসান। ২৫ বছর বয়স হলেই যেকোনো প্রার্থী নির্বাচনে অংশগ্রহণ করতে পারবে বলেও জানার তিনি।

আরিফ উর রহমান টগর/এফএ/জেআইএম