ভিডিও ENG
  1. Home/
  2. দেশজুড়ে

হাসপাতাল গেটের ডাস্টবিন থেকে নবজাতকের মরদেহ উদ্ধার

জেলা প্রতিনিধি | পাবনা | প্রকাশিত: ০৭:৪৭ পিএম, ০২ ফেব্রুয়ারি ২০২১

পাবনা শহরের একটি ডাস্টবিন থেকে এক নবজাতকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার (২ ফেব্রুয়ারি) দুপুরে পাবনা জেনারেল হাসপাতাল গেটের দক্ষিণ পাশের একটি ডাস্টবিন থেকে এই মরদেহ উদ্ধার করা হয়।

পুলিশ জানায়, মঙ্গলবার দুপুর ২টার দিকে হাসপাতালের গেটের দক্ষিণ পাশে ‘ডক্টরস ল্যাব অ্যান্ড কনসালটেশন সেন্টার’-এর সামনে থেকে মরদেহটি উদ্ধার করা হয়।

পাবনা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাসিম আহমেদ জানান, সদ্যজাত শিশুটির মরদেহ দেখতে পেয়ে স্থানীয়রা পুলিশে খবর দেয়। এরপর পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়ে মরদেহটি উদ্ধার করে। ওসি আরও জানান, ময়নাতদন্তের জন্য শিশুটির মরদেহ পাবনা জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।

পাবনার অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) রোকনুজ্জামান বলেন, কেউ হয়তো শিশুটি হত্যা করে ময়লার স্তূপে ফেলে রেখে পালিয়ে গেছে। এ বিষয়ে তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে বলে তিনি জানান।

আমিন ইসলাম/এআরএ/এএসএম