ঝাড়ফুঁকের নামে শিশুকে ধর্ষণ চেষ্টা, কারাগারে কবিরাজ
টাঙ্গাইলের সখীপুরে ছয় বছরের এক শিশুকে ধর্ষণ চেষ্টা মামলায় এক কবিরাজকে গ্রেফতার করেছে পুলিশ। বৃহস্পতিবার (১১ ফেব্রুয়ারি) সকালে তাকে টাঙ্গাইল আদালতে পাঠালে কবিরাজকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন আদালতের বিচারক।
গ্রেফতার কবিরাজ সাহেব আলী খান উপজেলার কালিয়ান গ্রামের মৃত আলী হোসেন খানের ছেলে।
বুধবার (১০ ফেব্রুয়ারি) রাতে শিশুটির মা সখীপুর থানায় নারী ও শিশু নির্যাতন আইনে মামলা করলে ওই রাতেই পুলিশ অভিযুক্ত কবিরাজকে গ্রেফতার করে।
মামলার অভিযোগ সূত্রে জানা যায়, গত ৪ ফেব্রুয়ারি বিকেলে ওই কবিরাজ প্রতিবেশী ওই শিশুকে ঝাড়ফুঁক দেয়ার কথা বলে নির্জন বাড়িতে নিয়ে ধর্ষণের চেষ্টা করে। এ সময় মেয়েকে খুঁজতে শিশুটির মা ওই বাড়িতে গেলে কবিরাজ দৌঁড়ে পালিয়ে যায়।
বিষয়টি স্থানীয়ভাবে মীমাংসা করার প্রস্তাব দেয়ার কারণে মামলা করতে দেরি হয়েছে বলেও জানা যায়।
ঘটনার সত্যতা নিশ্চিত করে সখীপুর থানার পরিদর্শক (তদন্ত) লুৎফুল কবির জানান, মামলা পর রাতেই আসামি কবিরাজ সাহেব আলীকে গ্রেফতার করে টাঙ্গাইল আদালতে পাঠানো হয়েছে। আদালতের বিচারক তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন।
আরিফ উর রহমান টগর/এআরএ
সর্বশেষ - দেশজুড়ে
- ১ চট্টগ্রামে ১১ দলীয় জোটের আসন বণ্টন, ১৬ আসনে জামায়াতের ভাগে ৯
- ২ আচরণবিধি লঙ্ঘনের দায়ে বিএনপি সমর্থককে ১০ হাজার টাকা জরিমানা
- ৩ ফরিদপুরে ঐতিহ্যবাহী গরুদৌড় প্রতিযোগিতা অনুষ্ঠিত
- ৪ সুনামগঞ্জে প্রার্থিতা ফিরে পেলেন বিএনপি ও এবি পার্টির প্রার্থী
- ৫ আচরণবিধি লঙ্ঘন করায় মিন্টুর ভাই আকবরকে ২০ হাজার টাকা জরিমানা