ভিডিও ENG
  1. Home/
  2. দেশজুড়ে

নিখোঁজের ৪ দিন পর মিলল মাদরাসা ছাত্রের মরদেহ

জেলা প্রতিনিধি | পাবনা | প্রকাশিত: ০৬:০৭ পিএম, ১৩ ফেব্রুয়ারি ২০২১

বাবার ভ্যান গাড়ি নিয়ে বের হয়ে নিখোঁজ হন মাদরাসা ছাত্র বেলাল হোসেন (১০)। নিখোঁজের চারদিন পর শনিবার (১৩ ফেব্রুয়ারি) দুপুরে উপজেলার ভাড়ারা মসজিদের পাশের একটি ক্যানাল থেকে শিশুটির মরদেহ উদ্ধার করেছে জেলা গোয়েন্দা পুলিশ।

নিহত বেলাল হোসেন পাবনা সদর উপজেলার চোমরপুর গ্রামের আফজাল হোসেনের ছেলে। সে শ্রীকোল ফোরকানিয়া মাদ্রাসার দ্বিতীয় শ্রেণির ছাত্র ছিল।

পুলিশ ও স্থানীয়রা জানান, মঙ্গলবার (৯ ফেব্রয়ারি) শখের বসে বাবার ভ্যানগাড়ি নিয়ে রাস্তায় বের হন শিশু বেলাল হোসেন। এরপর বাড়ি না ফেরায় পরদিন স্বজনরা থানায় সাধারণ ডায়েরী (জিডি) করেন। পরে পুলিশ শনিবার (১৩ ফেব্রুয়ারি) উপজেলার উপজেলার ভাড়ারা মসজিদের পাশের একটি ক্যানাল থেকে শিশুটির মরদেহ উদ্ধার করা হয়।

এ ঘটনায় হত্যাকাণ্ডের মূলহোতা মুকুলকে গ্রেফতার করা হয়েছে। গ্রেফতার মুকুল চোমরপুর গ্রামের আব্দুল হাইয়ের ছেলে।

এ বিষয়ে গোয়েন্দা পুলিশের উপ-পরিদর্শক (এসআই) ওসিন কুমার বসাক ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য হাসপাতালে পাঠানো হয়েছে। হত্যাকাণ্ডের সাথে জড়িত অন্যদের গ্রেফতারে অভিযান চলছে বলে তিনি জানান।

আমিন ইসলাম/ আরএইচ/এমকেএইচ