ভিডিও ENG
  1. Home/
  2. দেশজুড়ে

খেলতে গিয়ে পুকুরে ডুবে শিশুর মৃত্যু

জেলা প্রতিনিধি | বরগুনা | প্রকাশিত: ০৫:০৬ পিএম, ২৩ ফেব্রুয়ারি ২০২১

বরগুনার আমতলীতে পুকুরে ডুবে ফাতেমা (৩) নামে এক শিশু মারা গেছে। মঙ্গলবার (২৩ ফেব্রুয়ারি) সকালে উপজেলার কুকুয়া গ্রামের নিজ বাড়িতে এ ঘটনা ঘটে। সে উপজেলার কুকুয়া এলাকার জাহাঙ্গীর বয়াতির মেয়ে।

পরিবার সূত্রে জানা যায়, কুকুয়া গ্রামের জাহাঙ্গীর বয়াতির মেয়ে খেলাধুলা করতে নিজ বাড়ির পিছনের পুকুর পড়ে যায়। ঘণ্টাখানের পরে শিশুটিকে না পেয়ে পরিবারের লোকজন খুঁজতে থাকেন। পরে ফাতেমার মরদেহ পুকুরে ভাসতে দেখে তাকে উদ্ধার করে আমতলী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

আমতলী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের দায়িত্বরত চিকিৎসক এবিএম তানজিরুল ইসলাম বলেন, ‘হাসপাতালে নিয়ে আসার আগেই শিশুটি মারা গেছে।’

আরএইচ/জিকেএস