ভিডিও ENG
  1. Home/
  2. দেশজুড়ে

পিকআপে তল্লাশি চালিয়ে মিলল ৩৬ কেজি গাঁজা

জেলা প্রতিনিধি | ব্রাহ্মণবাড়িয়া | প্রকাশিত: ১০:১৩ এএম, ০৩ মার্চ ২০২১

ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জে ৩৬ কেজি গাঁজাসহ একটি পিকআপ জব্দ করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)। মঙ্গলবার রাতে ঢাকা-সিলেট মহাসড়কের সৈয়দ নজরুল ইসলাম সেতুর টোল প্লাজা এলাকায় এসব জব্দ করা হয়।

এ সময় দুই মাদক পাচারকারীকে আটক করে র‌্যাব। আটকরা হলেন, ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগর উপজেলার সিঙ্গারবিল ইউনিয়নের কাশিনগর গ্রামের মৃত আ. খালেক মিয়ার ছেলে মো. কালু মিয়া (২৫) ও কিশোরগঞ্জ জেলার ভৈরব উপজেলার মৃত শামসু মিয়ার ছেলে মো. নিরব মিয়া (১৮)।

মঙ্গলবার রাতে র‌্যাব-১৪ ভৈরব ক্যাম্প থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়।

jagonews24

এতে বলা হয়, গোপন সংবাদের ভিত্তিতে ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জের সৈয়দ নজরুল ইসলাম সেতুর টোলপ্লাজা এলাকায় অভিযান পরিচালনা করে র‌্যাব। অভিযানকালে ঢাকা-সিলেট মহাসড়কের ঢাকাগামী লেনের উপর একটি পিকআপ আটক করে তল্লাশি করা হয়। তল্লাশিকালে পিকআপ থেকে ৩৬ কেজি গাঁজা জব্দ করা হয়। এসময় দুই মাদক ব্যবসায়ীকে আটক করা হয়।

আটক মাদক ব্যবসায়ীরা জিজ্ঞাসাবাদে জানান, তারা দীর্ঘদিন যাবত ব্রাহ্মণবাড়িয়া জেলার সীমান্তবর্তী এলাকা থেকে চোরাচালানের মাধ্যমে গাঁজা দেশের অভ্যন্তরে নিয়ে যেতেন। এই গাঁজার চালানটি রাজধানীতে বিক্রয়ের জন্য নিয়ে যাচ্ছে বলে আটকরা স্বীকার করেন।

উদ্ধার মাদকদ্রব্য এবং গ্রেফতারদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন-২০১৮ মোতাবেক আইনগত ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।

এফএ/জেআইএম