ভিডিও EN
  1. Home/
  2. দেশজুড়ে

ট্রাক-টমটম মুখোমুখি সংঘর্ষ, চালক নিহত

জেলা প্রতিনিধি | বান্দরবান | প্রকাশিত: ০৭:৩৮ পিএম, ১১ মার্চ ২০২১

বান্দরবানের বালাঘাটার চড়ুই পাড়া মসজিদ এলাকায় মিনি ট্রাকের সঙ্গে ব্যাটারি চালিত টমটমের মুখোমুখি সংঘর্ষে শৈসা উ মারমা (৪০) নামে এক টমটম চালক নিহত হয়েছেন। তিনি জেলার থোয়াইঙ্গ্যা পাড়ার বাসিন্দা।

বৃহস্পতিবার (১১ মার্চ) বিকেলে পৌনে ৫টার দিকে এ ঘটনা ঘটে।

বান্দরবান সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শহিদুল ইসলাম জানান,ব্যাটারি চালিত টমটমটি জেলার বালাঘাটা থেকে লেবু ঝিরি যাওয়ার সময় বিপরীত দিক থেকে আসা ট্রাকের মুখোমুখি সংঘর্ষ হয়। সংঘর্ষে টমটমের সামনের অংশ বেঁকে যায় এবং চালক শৈসাউ মারমা গুরুতর আহত হয়। পরে স্থানীয়রা বান্দরবান সদর হাসপতালে নিলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। ঘটনার পরে ট্রাক চালক পলাতক আছেন।

এএইচ/জিকেএস