ভিডিও EN
  1. Home/
  2. দেশজুড়ে

সীমান্তে নিহত বাপ্পার মরদেহ ফেরত চেয়ে এলাকাবাসীর বিক্ষোভ

জেলা প্রতিনিধি | মৌলভীবাজার | প্রকাশিত: ০৫:১৩ পিএম, ২২ মার্চ ২০২১

মৌলভীবাজারের জুড়ি সীমান্তে ভারতীয় সীমান্ত রক্ষী বাহিনীর (বিএসএফ) গুলিতে নিহত বাংলাদেশি বাপ্পা মিয়ার (৪০) মরদেহ ফেরত চেয়ে বিক্ষোভ করেছেন এলাকাবাসী।

সোমবার (২২ মার্চ) সকাল থেকে বিকেল পর্যন্ত ফুলতলা বিজিবি ক্যাম্পের সামনে বিক্ষোভ করেন তারা। নিহত বাপ্পা মিয়া ফুলতলা এলাকার আবদুর রউফের ছেলে।

জুড়ি উপজেলার ফুলতলা ইউনিয়নের চেয়ারম্যান মাসুক আহমদ জানান, বাপ্পার মরদেহ ফেরত চেয়ে এলাকাবাসী বিক্ষোভ করেছেন। বিক্ষোভের পর বিজিবি’র ঊর্ধ্বতন কর্তৃপক্ষ বিষয়টি সমাধানে আশ্বাস দিয়েছে।’

bgb

জুড়ি থানার অফিসার ইনচার্জ (ওসি) সঞ্জয় চক্রবর্তী জাগো নিউজকে বলেন, ‘বাপ্পার মরদেহ দেশে ফেরত আনতে গ্রামবাসী বিজিবির কাছে দাবি জানিয়েছেন। যেহেতু দু’দেশের ব্যাপার, সে কারণে আইনি প্রক্রিয়ার মাধ্যমে মরদেহ ফেরত আনতে হবে।’

উল্লেখ্য, শনিবার (২০ মার্চ) ভোরের দিকে উপজেলার ফুলতলা ইউনিয়নের পূর্ব বটুলী এলাকায় বাংলাদেশি পিলার ৮২৩ এর বিপরীত পাশে ভারতীয় কাঁটাতারের বেড়ার অভ্যন্তরে বাপ্পার গুলিবিদ্ধ মরদেহ দেখতে পাওয়া যায়।

এসজে/এমএস