ভিডিও EN
  1. Home/
  2. দেশজুড়ে

নীলফামারীতে বিদ্যুৎস্পৃষ্টে নির্মাণশ্রমিকের মৃত্যু

জেলা প্রতিনিধি | নীলফামারী | প্রকাশিত: ০৪:১২ পিএম, ২৫ মার্চ ২০২১

নীলফামারীর সৈয়দপুরে বিদ্যুৎস্পৃষ্টে জাকির হোসেন (২৮) নামের এক নির্মাণশ্রমিক নিহত হয়েছেন। বৃহস্পতিবার (২৫ মার্চ) দুপুরে প্রাণী সম্পদ হাসপাতালের পাশের এক নির্মাণাধীন ভবনে এ দুর্ঘটনা ঘটে।

নিহত জাকির হোসেন সৈয়দপুরের কাশিরাম বেলপুকুর ইউনিয়নের ডাঙ্গাপাড়ার ওয়াহেদ আলীর ছেলে।

এলাকাবাসী জানায়, নির্মাণাধীন ভবনের তৃতীয় তলায় রড বাঁধার কাজ করছিল জাকির হোসেনসহ কয়েকজন শ্রমিক। এসময় বাসার ওপর দিয়ে টানানো বৈদ্যুতিক তারের স্পর্শে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে উপর থেকে মাটিতে পড়ে যান জাকির হোসেন। তাকে উদ্ধার করে সৈয়দপুর ১০০ শয্যা হাসপাতালে নেয়ার পথে তার মৃত্যু হয়।

সৈয়দপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল হাসনাত খান বিষয়টি নিশ্চিত করেন।

তিনি বলেন, বিদ্যুৎস্পৃষ্টে এক নির্মাণশ্রমিকের মৃত্যু হয়েছে। তার লাশ উদ্ধার করা হয়েছে।

জাহেদুল ইসলাম/এসএমএম/জিকেএস