যুবকের লাশ রেখে পালালেন স্ত্রী
নারায়ণগঞ্জের রূপগঞ্জে আকাশ (২২) নামে এক যুবকের লাশ উদ্ধার করেছে পুলিশ।
সোমবার (১২ এপ্রিল) বিকেলে উপজেলার তারাব পৌরসভা বাজার এলাকা থেকে লাশটি উদ্ধার করা হয়।
রূপগঞ্জ থানার উপ-পরিদর্শক (এসআই) মাহবুব জানান, আকাশ তার স্ত্রী ও বড় ভাই ও ভাবিসহ তারাব এলাকার শুক্কুর আলীর বাড়িতে ভাড়া থাকতেন। সোমবার বিকেলে প্রতিবেশীরা আকাশের ঘরে কারও সাড়া না পেয়ে ডাকাডাকি এবং এক পর্যায়ে দরজায় ধাক্কা দেয়। পরে জানালা দিয়ে আকাশকে মৃত অবস্থায় দেখতে পেয়ে পুলিশে খবর দেয়। পুলিশ লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য নারায়ণগঞ্জ ভিক্টোরিয়া জেনারেল হাসপাতালে মর্গে পাঠায়।
পুলিশ ঘটনাস্থলে আকাশের স্ত্রী, বড় ভাই ও ভাবিকে পায়নি। তারা পলাতক রয়েছে। বাড়িতে কাউকে না পাওয়ায় আকাশের বিস্তারিত পরিচয় জানা যায়নি। লাশের গলায় আঘাতের চিহ্ন রয়েছে। তাকে শ্বাসরোধে হত্যা করা হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।
এএইচ
সর্বশেষ - দেশজুড়ে
- ১ হাদিকে নিয়ে আপত্তিকর মন্তব্য, মেডিকেল কলেজের অধ্যাপক বরখাস্ত
- ২ সাত ঘণ্টা অবরোধের পর বরিশাল-খুলনা মহাসড়কে যানচলাচল স্বাভাবিক
- ৩ বাসায় পুলিশের অভিযান, ছাদ থেকে লাফ দিয়ে আওয়ামী লীগ নেতার মৃত্যু
- ৪ ওসমান হাদির মৃত্যুতে ‘আলহামদুলিল্লাহ’ লিখে পোস্ট, যুবক গ্রেফতার
- ৫ হাদি হত্যা: রংপুরে প্রতিবাদী সমাবেশে বিএনপি-জামায়াত-এনসিপি