বান্দরবানে আগ্নেয়াস্ত্রসহ আটক ২
বান্দরবানে আগ্নেয়াস্ত্রসহ দুইজনকে আটক করা হয়েছে। ধারণা করা হচ্ছে তারা পাহাড়ের সশস্ত্র সন্ত্রাসী গ্রুপ মক লিবারেশন পার্টির (এমএলপি) সদস্য।
আটকের সময় তাদের কাছ থেকে একটি এলজি রাইফেল ও ৪ রাউন্ড গুলি জব্দ করা হয়। সোমবার (১৯ এপ্রিল) দুপুরে এ ঘটনা ঘটে।
আইনশৃঙ্খলা বাহিনী ও স্থানীয়রা জানায়, সদর উপজেলার কুহালং ইউনিয়নের ডুলুপাড়া আর্মি ক্যাম্প চেকপোস্টে দায়িত্বরত সেনা ও পুলিশ সদস্যরা মোটরসাইকেল আরোহী দুইজনকে আটকে তল্লাশি করে। এসময় তাদের কাছ থেকে একটি এলজি রাইফেল, চার রাউন্ড কার্তুজ, নগদ ছয় হাজার ২১০ টাকা, দুটি মোবাইল ফোন জব্দ করে।
আটককৃতরা হলেন, রাঙ্গামাটি জেলার রাজস্থলী থানার তাইতং পাড়া গ্রামের মংএচিং মারমা এবং কালা মারমা ।
আটকের পর তাদের সদর পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।
সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শহীদুল ইসলাম চৌধুরী জানান, মোটরসাইকেলে যাওয়ার সময় চেকপোস্টে তল্লাসী করে অস্ত্র-গুলিসহ তাদের আটক করা হয়। তাদের বিরুদ্ধে অস্ত্র আইনে মামলা হয়েছে।
এএইচ
সর্বশেষ - দেশজুড়ে
- ১ হাদিকে নিয়ে আপত্তিকর মন্তব্য, মেডিকেল কলেজের অধ্যাপক বরখাস্ত
- ২ সাত ঘণ্টা অবরোধের পর বরিশাল-খুলনা মহাসড়কে যানচলাচল স্বাভাবিক
- ৩ বাসায় পুলিশের অভিযান, ছাদ থেকে লাফ দিয়ে আওয়ামী লীগ নেতার মৃত্যু
- ৪ ওসমান হাদির মৃত্যুতে ‘আলহামদুলিল্লাহ’ লিখে পোস্ট, যুবক গ্রেফতার
- ৫ হাদি হত্যা: রংপুরে প্রতিবাদী সমাবেশে বিএনপি-জামায়াত-এনসিপি