করতোয়া নদী ড্রেজিংয়ের গর্তে পড়ে দুই শিশুর মৃত্যু
ফাইল ছবি
পঞ্চগড়ের বোদায় করতোয়া নদী খননে ড্রেজার মেশিনের সৃষ্ট গর্তে পড়ে হৃদয় ইসলাম (০৭) ও আল আমিন (০৮) নামে দুই শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে।
বুধবার (২১ এপ্রিল) সন্ধ্যা সাতটার দিকে বোদা উপজেলার বেংহাড়ি বনগ্রাম ইউনিয়নের শিকারপুর এলাকার করতোয়ার পাড় থেকে তাদের মরদেহ উদ্ধার করা হয়। মর্মান্তিক এই মৃত্যুর ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে আসে।
পুলিশ ও স্থানীয়রা জানায়, নিহত আল আমিন শিকারপুর এলাকার হাসান আলী ওরফে কেরুর ছেলে এবং হৃদয় ইসলাম একই এলাকার রফিকুল ইসলামের ছেলে। তারা দুজন প্রতিবেশী।
বুধবার বিকেলে তারা দুজন বাড়ির পাশে করতোয়া নদীর পাড়ে খেলতে যায়। সন্ধ্যা পর্যন্ত খোঁজ না পেয়ে পরিবারের সদস্যরা তাদের খোঁজাখুঁজি শুরু করেন। নিখোঁজের চার ঘণ্টা পর সন্ধ্যায় স্থানীয়দের সহযোগিতায় পরিবারের সদস্যরা তাদের মরদেহ উদ্ধার করে।
করতোয়া নদী খননে ড্রেজার মেশিন দিয়ে সৃষ্ট গর্তে বালি ও পানিতে চাপা পড়ে এই মর্মান্তিক ঘটনা ঘটেছে বলে নিহতের পরিবারের ধারণা। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে দুই শিশুর মরদেহের সুরতহাল করে।
বোদা থানার এসআই জাহিদ হাসান দুই শিশু নিহতের তথ্য নিশ্চিত করে জানান, এ ঘটনায় বোদা থানায় একটি অপমৃত্যু (ইউডি) মামলা রুজু করা হয়েছে।
সফিকুল আলম/এফএ/এমকেএইচ