ভিডিও ENG
  1. Home/
  2. দেশজুড়ে

কারখানায় ভেজাল জুস ও লাচ্ছি তৈরি, দুই লাখ জরিমানা-সিলগালা

জেলা প্রতিনিধি | ব্রাহ্মণবাড়িয়া | প্রকাশিত: ০৮:৪৭ পিএম, ২৮ এপ্রিল ২০২১

ভেজাল কেমিক্যাল মিশ্রণ করে অস্বাস্থ্যকর পরিবেশে তৈরি করা হচ্ছিল জুস ও লাচ্ছি। এমন অনিয়মের প্রমাণ পেয়ে ব্রাহ্মণবাড়িয়ার সদর উপজেলার বিজেশ্বরে ‘জিবি হলিস্টিক ফুডস অ্যান্ড বেভারেজ’ নামের একটি কারখানাকে দুই লাখ টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।

বুধবার (২৮ এপ্রিল) সন্ধ্যায় এ অভিযান পরিচালনা করা হয়। অভিযানে নেতৃত্ব দেন ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট প্রশান্ত বৈদ্য।

অভিযানকালে জিবি হলিস্টিক ফুডস অ্যান্ড বেভারেজ কারখানার মালিক জাকির হোসেন মোবারক জানান, তার কোনো কেমিস্ট নেই। তিনি নিজে থেকে এগুলো তৈরি করছেন। পরে তিনি তার অপরাধ শিকার করেন।

jagonews24

জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট প্রশান্ত বৈদ্য জানান, বিএসটিআইসহ সরকারি কোনো প্রতিষ্ঠানের অনুমতি ছাড়া জিবি হলিস্টিক ফুডস অ্যান্ড বেভারেজ কারখানায় অবৈধভাবে ভেজাল চার ধরনের ড্রিংক্স ও লাচ্ছি তৈরি করা হচ্ছিল। পরে গোপন সংবাদের ভিত্তিতে সন্ধ্যায় ভেজাল এই কারখানাটিতে অভিযান পরিচালনা করা হয়। কারখানাটির কোনো কেমিস্ট নেই। এসব অপরাধের কারণে কারখানার মালিক জাকির হোসেন মোবারককে দুই লাখ টাকা জরিমানা ও কারখানাটি সিলগালা করা হয়।

অভিযানকালে জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. শরীফ নেওয়াজ, ভোক্তা অধিকার ও সংরক্ষণ অধিদফতরের সহকারী পরিচালক মো. মেহেদী হাসানসহ সদর থানা পুলিশ উপস্থিত ছিল।

আবুল হাসনাত মো. রাফি/এসআর/জিকেএস