ফেনীতে প্রতিবন্ধী কৃষকের ধান কেটে দিল ছাত্রলীগ
ফেনী সদর উপজেলার শারীরিক প্রতিবন্ধী কৃষক মো. সাইফুল ইসলামের বর্গা নেয়া এক একর জমির ধান কেটে দিয়েছেন স্থানীয় ছাত্রলীগের নেতাকর্মীরা।
বুধবার (২৮ এপ্রিল) সকাল থেকে দুপুর পর্যন্ত উপজেলার ফাজিলপুর ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের বাদামতলী এলাকায় তার চাষকৃত ধান কেটে মাড়াই করে ঘরে তুলে দেন ২০-২৫ জন নেতাকর্মী।
এদের মধ্যে ছিলেন ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি মো. আরিফুল ইসলাম, সাধারণ সম্পাদক মঞ্জুরুল করিম রিদান, সাংগঠনিক সম্পাদক শহিদুল ইসলাম, খালেদ বিন কাউছার, আব্দুল কাইয়ুম জিদান, তৌকির আহমেদ নিলয়, জামাল উদ্দিন, মো. ফরহাদ, মো. রিমন, জাহেদ হোসেন, আতিকুর রবিন, নোবেল, জুয়েল, রাহাতসহ আরও কয়েকজন।
ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি আরিফুল ইসলাম বলেন, ‘কেন্দ্রীয় ছাত্রলীগের নির্দেশনায় আমরা সাধ্যমত অসহায় কৃষকদের পাশে দাঁড়িয়েছি। প্রায় ২০-২৫ জন নেতাকর্মী একত্রিত হয়ে প্রতিবন্ধী কৃষক সাইফুলের ধানগুলো কেটে মাড়াই করে ঘরে তুলে দিয়েছি।’
কৃষক সাইফুল ইসলাম বলেন, ‘জন্মগতভাবে আমার দুটি পা অচল। মানুষের ধারে ধারে হাত না পেতে আশপাশের জমিগুলো চাষ করে জীবিকা চালিয়ে যাচ্ছি। চলমান পরিস্থিতিতে একসঙ্গে ক্ষেতের সব ধান পেকে যাওয়া ও শ্রমিক সঙ্কটের এ সময়ে ছাত্রলীগের ভাইয়েরা আমার পাশে দাঁড়িয়েছে। আমি তাদের কাছে চিরকৃতজ্ঞ।’
নুরউল্লাহ কায়সার/এসজে/জিকেএস
সর্বশেষ - দেশজুড়ে
- ১ চট্টগ্রামে ১১ দলীয় জোটের আসন বণ্টন, ১৬ আসনে জামায়াতের ভাগে ৯
- ২ আচরণবিধি লঙ্ঘনের দায়ে বিএনপি সমর্থককে ১০ হাজার টাকা জরিমানা
- ৩ ফরিদপুরে ঐতিহ্যবাহী গরুদৌড় প্রতিযোগিতা অনুষ্ঠিত
- ৪ সুনামগঞ্জে প্রার্থিতা ফিরে পেলেন বিএনপি ও এবি পার্টির প্রার্থী
- ৫ আচরণবিধি লঙ্ঘন করায় মিন্টুর ভাই আকবরকে ২০ হাজার টাকা জরিমানা