ভিডিও ENG
  1. Home/
  2. দেশজুড়ে

তৃতীয় লিঙ্গের সেই মনিরুলের পরিবারের পাশে যুবলীগ ও এমপি

জেলা প্রতিনিধি | সিরাজগঞ্জ | প্রকাশিত: ০৫:১৫ পিএম, ২৯ এপ্রিল ২০২১

সিরাজগঞ্জের উল্লাপাড়ায় হরমোনজনিত পরিবর্তনের কারণে পুরুষ থেকে তৃতীয় লিঙ্গে রূপান্তরিত হওয়া মনিরুল ইসলাম ও তার পরিবারের পাশে দাঁড়িয়েছে যুবলীগ। একই সময়ে ওই পরিবারকে আর্থিক সহায়তা দেন স্থানীয় সংসদ সদস্য।

কেন্দ্রীয় যুবলীগের নির্দেশে বৃহস্পতিবার (২৯ এপ্রিল) দুপুরে উপজেলার চর ঘাটিনা গ্রামে মনিরুল ইসলামের বাড়িতে যান জেলা যুবলীগের সাধারণ সম্পাদক একরামুল হক ও উপজেলা যুবলীগের নেতারা।

এ সময় সাংবাদিকদের একরামুল হক বলেন, ‘কেন্দ্রীয় যুবলীগের নেতাদের নির্দেশে তিনি অসহায় মনিরুলের পরিবারকে সামাজিক ও আইনি সহযোগিতা দিতে এসেছেন। এছাড়া মনিরুল নিজ বাড়িতে সম্মানের সঙ্গে থাকা ও নিরাপত্তা বিধানে সবধরনের সহযোগিতা দেয়া হবে।’

এ সময় আরও উপস্থিত ছিলেন- সিরাজগঞ্জ পৌর যুবলীগের যুগ্ম আহ্বায়ক সজীব খান, জেলা ছাত্রলীগের সাবেক সহসভাপতি সুজিত সরকার, উল্লাপাড়া উপজেলা যুবলীগের আহ্বায়ক মীর আরিফুল ইসলাম উজ্জলসহ দলের নেতাকর্মীরা।

jagonews24

এদিকে, স্থানীয় সংসদ সদস্য তানভীর ইমামের পক্ষ থেকে মনিরুলকে আর্থিক সহায়তা দেয়া হয়। বৃহস্পতিবার তার মা মর্জিনা বেগমের হাতে আর্থিক সহায়তা তুলে দেন উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক গোলাম মোস্তফা।

উল্লেখ্য, উপজেলার চর ঘাটিনা গ্রামের হাফেজ মিস্ত্রির ছেলে মনিরুল ইসলাম হরমোনজনিত পরিবর্তনের কারণে তৃতীয় লিঙ্গে রূপান্তরিত হওয়ায় সালিশের মাধ্যমে পরিবারসহ গ্রাম ছাড়া করার নির্দেশ দেয়া। একই সঙ্গে মনিরুল ও তার ভাই মজনু মিয়াকে মারধর করা হয়।

এ অবস্থায় বাধ্য হয়ে মঙ্গলবার (২৭ এপ্রিল) রাতে ১১ জনের বিরুদ্ধে মামলা দায়ের করেন ভাই মজনু। ওই রাতেই দুই জনকে গ্রেফতার করে আদালতের মাধ্যমে কারাগারে পাঠায় পুলিশ।

ইউসুফ দেওয়ান রাজু/এসজে/এএসএম