মৌলভীবাজার হাসপাতালে ৫০টি অক্সিজেন সিলিন্ডার দিল আবুল খায়ের গ্রুপ
মৌলভীবাজার ২৫০ শয্যাবিশিষ্ট হাসপাতালকে ৫০টি অক্সিজেন সিলিন্ডার উপহার দিয়েছে আবুল খায়ের গ্রুপ।
বৃহস্পতিবার (২৯ এপ্রিল) দুপুরে সিলিন্ডারগুলো হাসপাতালের তত্ত্বাবধায়কের কাছে হস্তান্তর করেন জেলা প্রশাসক মীর নাহিদ আহসান।
জেলা প্রশাসক ও পৌর মেয়রের ডাকে সাড়া দিয়ে এই উপহারের ব্যবস্থা করে দেন অগ্রণী ব্যাংকের এমডি শামস-উল ইসলাম।
এসময় উপস্থিত ছিলেন মৌলভীবাজার ২৫০ শয্যাবিশিষ্ট হাসপাতালের তত্ত্বাবধায়ক পার্থ সারথি দত্ত, মৌলভীবাজার পৌরসভার মেয়র মো. ফজলুর রহমান ও আবুল খায়ের গ্রুপের রিজিওনাল ম্যানেজার মো. আলাউদ্দিন প্রমুখ।
মৌলভীবাজারের সিভিল সার্জন অফিস সূত্রে জানা গেছে, মৌলভীবাজার জেলায় এ পর্যন্ত করোনাভাইরাসে আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করেছেন ২৮ জন। আক্রান্ত হয়েছেন দুই হাজার ৩০৭ জন। এরমধ্যে সুস্থ হয়ে উঠেছেন দুই হাজার ১৪৫ জন।
এসআর/জেআইএম