মোবাইল চুরির অভিযোগে ছাত্রলীগ নেতাকে পুলিশে দিল এলাকাবাসী
ফেনীর পরশুরামে মোবাইল চুরি ও নারীকে উত্ত্যক্তের অভিযোগে আকাশ (২০) নামের এক ছাত্রলীগ নেতাকে পুলিশে সোপর্দ করেছে স্থানীয় এলাকাবাসী।
শুক্রবার (৩০ এপ্রিল) রাতে উপজেলার মির্জানগর ইউনিয়নে এ ঘটনা ঘটে।
অভিযুক্ত আকাশ মির্জানগর ইউনিয়ন ছাত্রলীগের ক্রীড়া বিষয়ক সম্পাদক ও পশ্চিম মির্জানগর গ্রামের মৃত আলমগীর হোসেনের ছেলে।
স্থানীয়রা জানান, আকাশ কয়েকদিন আগে রাতের বেলায় প্রতিবেশী এক নারীর মোবাইল ফোন চুরি করেন। পরে ওই মোবাইল ব্যবহার করে ওই নারীকে উত্ত্যক্ত করতে থাকেন। এক পর্যায়ে ওই নারী স্থানীয়দের বিষয়টি অবহিত করলে শুক্রবার আকাশকে আটক করে পুলিশে সোপর্দ করে এলাকাবাসী।
এ বিষয়ে মির্জানগর ইউনিয়ন পরিষদ (ইউপি) চেয়ারম্যান নুরুজ্জমান ভুট্টো জানান, ছাত্রলীগ নেতা আকাশের বিরুদ্ধে নারীকে উত্ত্যক্ত ও মোবাইল চুরির অভিযোগে স্থানীয়রা আটক করে পুলিশে দিয়েছে বলে তিনি শুনেছেন। তার বিরুদ্ধে আইনগত ও সাংগঠনিক ব্যবস্থা নিতে সংশ্লিষ্টদের অনুরোধ জানানো হয়েছে।
পরশুরাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শওকত হোসেন জানান, আটক আকাশের বিরুদ্ধে এর আগেও কয়েকটি চুরির মামলা ছিল। তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।
এসআর/এমএস
সর্বশেষ - দেশজুড়ে
- ১ চট্টগ্রামে ১১ দলীয় জোটের আসন বণ্টন, ১৬ আসনে জামায়াতের ভাগে ৯
- ২ আচরণবিধি লঙ্ঘনের দায়ে বিএনপি সমর্থককে ১০ হাজার টাকা জরিমানা
- ৩ ফরিদপুরে ঐতিহ্যবাহী গরুদৌড় প্রতিযোগিতা অনুষ্ঠিত
- ৪ সুনামগঞ্জে প্রার্থিতা ফিরে পেলেন বিএনপি ও এবি পার্টির প্রার্থী
- ৫ আচরণবিধি লঙ্ঘন করায় মিন্টুর ভাই আকবরকে ২০ হাজার টাকা জরিমানা