ভিডিও EN
  1. Home/
  2. দেশজুড়ে

ভোলায় দুস্থ পরিবারের মাঝে কোস্ট গার্ডের ত্রাণ বিতরণ

জেলা প্রতিনিধি | ভোলা | প্রকাশিত: ০৪:০৪ পিএম, ০১ মে ২০২১

করোনায় কর্মহীন গরীব ও দুস্থদের মাঝে ত্রাণ বিতরণ করেছে কোস্ট গার্ড দক্ষিণ জোন। শনিবার (১ মে) সকালে ভোলা সদর উপজেলার ইলিশা ইউনিয়নে গাজিপুর মাধ্যমিক বিদ্যালয় মাঠে বিদ্যানন্দ ফাউন্ডেশনের সহযোগিতায় প্রায় ৪ শতাধিক পরিবারের মাঝে ত্রাণ বিতরণ করা হয়।

এ সময় তাদের প্রত্যেকের মাঝে চাল, ডাল ও তেলসহ বিভিন্ন শুকনো খাবার প্যাকেট বিতরণ করা হয়।

কোস্টগার্ড দক্ষিণ জোনের লে. কামান্ডার এম মেহেদী হাসান জানান, বাংলাদেশ কোস্টগার্ড সেবামূলক প্রতিষ্ঠান বিদ্যানন্দ ফাউন্ডেশনের সহযোগিতায় অসহায় মানুষকে ঘরে ঘরে খাদ্য সহায়তা পৌঁছে দিচ্ছে।

jagonews24

আজ আমরা ভোলা সদরসহ তজুমদ্দিন, মনপুরা, চরফ্যাশন ও লালমোহনে একযোগে ৮ শতাধিক পরিবারের মাঝে ত্রাণ বিতরণ করেছি।

তিনি জানান, দেশের স্বাধীনতা-সার্বভৌমত্ব রক্ষার পাশাপাশি সামাজিক দায়িত্ববোধ থেকে আগামীতেও অসহায় মানুষের পাশে দাঁড়ানোর প্রত্যয় ব্যক্ত করেছে বাংলাদেশ কোস্টগার্ড।

জুয়েল সাহা বিকাশ/এমআরএম/এএসএম