ভিডিও ENG
  1. Home/
  2. দেশজুড়ে

ফেনীতে মাদকদ্রব্যসহ কারবারি আটক

জেলা প্রতিনিধি | ফেনী | প্রকাশিত: ০২:৩৮ পিএম, ০২ মে ২০২১

ফেনীর ছাগলনাইয়ায় ৪৮ বোতল কফ সিরাপসহ মো. শাহাবুদ্দিন (২৮) নামের এক মাদক কারবারিকে আটক করেছে র‌্যাব। জব্দকৃত মাদকদ্রব্যের আনুমানিক মূল্য ৪৮ হাজার টাকা।

শনিবার (১ মে) রাতে উপজেলার সুলতানা ফিলিং স্টেশনের সামনে অভিযান চালিয়ে তাকে আটক করা হয়।

আটক মো. শাহাবুদ্দিন একই উপজেলার মৃত কামাল উদ্দিনের ছেলে।

র‌্যাব-৭, ফেনী ক্যাম্পের সিনিয়র সহকারী পরিচালক অতিরিক্ত পুলিশ সুপার মো. মাহফুজুর রহমান বলেন, গোপন সংবাদে জানা যায়, কিছু মাদককারবারি মোটরসাইকেলে করে মাদকদ্রব্য ছাগলনাইয়া থেকে চট্টগ্রামে নিয়ে যাচ্ছে। এর ভিত্তিতে র‌্যাবের একটি দল ফেনীর ছাগলনাইয়াস্থ ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের সুলতানা ফিলিং স্টেশনের সামনে চেকপোস্ট স্থাপন করে।

jagonews24

এসময় সন্দেহজনক একটি মোটরসাইকেলকে থামানোর সংকেত দিলে মোটরসাইকেলটি না থামিয়ে দ্রুত গতিতে পালিয়ে যাওয়ার চেষ্টা করেন মাদক কারবাররা।

এসময় র‍্যাব তল্লাশি করে নম্বরবিহীন মোটরসাইকেলে প্লাস্টিকের বাজারের ব্যাগের ভেতর থেকে ৪৮ বোতল কফ সিরাপ জব্দ করা হয়।

আটক ব্যক্তিকে আইনি ব্যবস্থা গ্রহণের জন্য ফেনীর ছাগলনাইয়া থানায় হস্তান্তর করা হবে।

এসএমএম/জিকেএস