ভিডিও EN
  1. Home/
  2. দেশজুড়ে

বিষ ছিটানো পুকুরে বোনের সঙ্গে মাছ ধরতে গিয়ে শিশুর মৃত্যু

জেলা প্রতিনিধি | রাজশাহী | প্রকাশিত: ০৯:৫৮ পিএম, ০২ মে ২০২১

রাজশাহী দুর্গাপুরে বিষ ছিটানো পুকুরে বোনের সঙ্গে মাছ ধরতে গিয়ে পানিতে ডুবে সাগর কাজী নামের (১০) এক শিশুর মৃত্যু হয়েছে।

রোববার (২ মে) দুপুর সাড়ে ১২টার দিকে এ ঘটনা ঘটে। সাগর উপজেলার পানানগর গ্রামের রইচ কাজীর ছেলে। সে পানানগর সরকারী প্রাথমিক বিদ্যালয়ের চতুর্থ শ্রেণির শিক্ষার্থী ছিল।

স্থানীয় সূত্রে জানা গেছে, কে বা কারা একই গ্রামের পূর্বপাড়া কামারপুকুরে একটি পুকুরে বিষ প্রয়োগ করে। দুপুর ১২টার দিকে এলাকার শত শত লোক ওই পুকুরে মাছ ধরছিলেন। সেই পুকুরে মাছ ধরতে সাগরকে সঙ্গে নিয়ে যায় তার বোন সাথী। পুকুর পাড়ে সাগরকে রেখে সাথী বিষ প্রয়োগ করা পুকুরে মাছ ধরছিলেন। কোনো এক সময়ে সবার অগোচরেই সাগর পুকুর পাড় থেকে পড়ে গিয়ে পানিতে ডুবে যায়।

সাগরের মরদেহ পুকুরে মাছধরা এক ছেলের পায়ের সঙ্গে ধাক্কা লাগে। তাকে দ্রুত উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

দুর্গাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাশমত আলী জানান, শিশুটির মৃত্যু দুর্ঘটনাজনিত কারণে হয়েছে। পরবর্তী স্থানীয় ইউপি চেয়ারম্যানের সহযোগিতা ও মধ্যস্থতায় শিশুটির দাফন সম্পন্ন করা হয়েছে।

ফয়সাল আহমেদ/এসজে/জেআইএম