দিনাজপুরে ৭ সেমাই কারখানাকে লাখ টাকা জরিমানা
দিনাজপুরের হিলিতে অবৈধভাবে অস্বাস্থ্যকর ও নোংরা পরিবেশে সেমাই উৎপাদন ও পরিবেশনের দায়ে সাত সেমাই কারখানাকে এক লাখ ১০ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।
মঙ্গলবার (৪ মে) বিকেলে হিলির স্টেশন ডাঙ্গাপাড়া ও চন্ডিপুর এলাকায় পুলিশ এবং বিএসটিআইয়ের সহায়তায় হাকিমপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোহাম্মদ নূর-এ আলম এ জরিমানা করেন। এসময় কারখানাগুলোর উৎপাদিত সেমাই ধ্বংস করা হয়।
হাকিমপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোহাম্মদ নূর-এ আলম বলেন, গোপন সংবাদের ভিত্তিতে কিছু অবৈধ সেমাই কারখানায় অভিযান পরিচালনা করা হয়। অভিযানে দেখা যায়, প্রতিটি কারখানাতেই অস্বাস্থ্যকর ও নোংরা পরিবেশে সেমাই উৎপাদন ও বাজারজাত করা হচ্ছে। এ-সংক্রান্ত কোনো অনুমোদনও তাদের ছিল না। এ কারণে সাতটি সেমাই কারখানাকে এক লাখ ১০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
জনস্বার্থে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলেও জানিয়েছেন তিনি।
এমদাদুল হক মিলন/এসআর/এএসএম
সর্বশেষ - দেশজুড়ে
- ১ নির্ধারিত সময়ের এক ঘণ্টা আগেই হঠাৎ বন্ধ হলো বাণিজ্যমেলা
- ২ খাসিয়া-চা শ্রমিক: পাশাপাশি বাস অথচ জীবনযাত্রা আকাশ-পাতাল তফাৎ
- ৩ ভোলার মেঘনায় ডাকাত আতঙ্ক, মুক্তিপণ-হামলার ভয়ে নদী ছাড়ছেন জেলেরা
- ৪ খুলনায় ফের ঊর্ধ্বমুখী সবজির বাজার, আগের দামে আলু-পেঁয়াজ
- ৫ ভাইয়ের বিরুদ্ধে মোবাইল কোর্ট: ইউপি চেয়ারম্যান-ইউএনওর বাগবিতণ্ডা