ঈদের জন্য জমানো টাকা চাওয়ায় অভিমানে মেয়ের আত্মহত্যা
প্রতীকী ছবি
নাটোরের সিংড়ায় বাবার সঙ্গে অভিমান করে নুসরাত জাহান তৃপ্তি (২১) নামে এক কলেজছাত্রী আত্মহত্যা করেছেন। বুধবার (৫ মে) দুপুরে উপজেলার ছোট চৌগ্রাম এলাকায় নিজ বাড়ির শয়নকক্ষ থেকে মরদেহ উদ্ধার করে পুলিশ।
নিহত নুসরাত জাহান তৃপ্তি সিংড়া গোল-ই-আফরোজ সরকারি কলেজে থেকে এবছর উচ্চ মাধ্যমিক পাশ করেন।
সিংড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নুরে আলম সিদ্দিকী বলেন, নুসরাত জাহান তৃপ্তি ঈদে কেনাকাটার জন্য উপবৃত্তির কিছু টাকা জমিয়েছিল। অভাবের কারণে সংসারের প্রয়োজনে বাবা আওলাদ হোসেন ওই টাকা চান। কিন্তু তৃপ্তি সে টাকা দিতে অস্বীকার করলে বাবা মেয়ের ঝগড়া হয়। একপর্যায়ে বাবা আওলাদ হোসেন মেয়েকে মারধর করে কাজে চলে যান। পরে প্রতিবেশীরা নুসরাত জাহানের শোবার ঘরে ভেন্টিলেটর দিয়ে ঝুলন্ত মরদেহ দেখতে পেয়ে স্থানীয়রা পুলিশে খবর দেয়।
তিনি আরও বলেন, মরদেহ উদ্ধারে করে হাসপাতালে পাঠানো হয়েছে। জিজ্ঞাসাবাদের জন্য বাবা-মাকে থানায় আনা হয়েছে।
রেজাউল করিম রেজা/আরএইচ/এমকেএইচ
সর্বশেষ - দেশজুড়ে
- ১ হাদিকে নিয়ে আপত্তিকর মন্তব্য, মেডিকেল কলেজের অধ্যাপক বরখাস্ত
- ২ সাত ঘণ্টা অবরোধের পর বরিশাল-খুলনা মহাসড়কে যানচলাচল স্বাভাবিক
- ৩ বাসায় পুলিশের অভিযান, ছাদ থেকে লাফ দিয়ে আওয়ামী লীগ নেতার মৃত্যু
- ৪ ওসমান হাদির মৃত্যুতে ‘আলহামদুলিল্লাহ’ লিখে পোস্ট, যুবক গ্রেফতার
- ৫ হাদি হত্যা: রংপুরে প্রতিবাদী সমাবেশে বিএনপি-জামায়াত-এনসিপি