ভিডিও EN
  1. Home/
  2. দেশজুড়ে

ঈদের উপহারে হাসি ফুটল শিশুদের মুখে

জেলা প্রতিনিধি | পঞ্চগড় | প্রকাশিত: ০৪:১৯ পিএম, ০৬ মে ২০২১

পঞ্চগড়ের তেঁতুলিয়ায় স্বেচ্ছাসেবী সংগঠন শিশুস্বর্গ ফাউন্ডেশনের উদ্যোগে শিশুদের ঈদ উপহার এবং দুস্থদের মাঝে টাকা ও ছাগল বিতরণ করা হয়েছে।

বৃহস্পতিবার (৬ মে) দুপুরে তেঁতুলিয়ার রওশনআরা মেমোরিয়াল শিশুস্বর্গ বিদ্যানিকেতন মাঠে এসব উপহার দেয়া হয়।

জানা যায়, ৩০০ শিশুর হাতে ঈদের পোশাক এবং অর্থনৈতিকভাবে স্বাবলম্বী করার লক্ষ্যে অর্ধশত দুস্থ নারীর মাঝে নগদ দুই-পাঁচ হাজার করে টাকা ও একটি করে ছাগল বিতরণ করা হয়।

jagonews24

অনুষ্ঠানে তেঁতুলিয়া উপজেলা পরিষদ চেয়ারম্যান কাজী মাহামুদুর রহমান ডাবলু, তেঁতুলিয়া ইউপি চেয়ারম্যান কাজী আনিছুর রহমান, শিশুস্বর্গ ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা ও সাধারণ সম্পাদক কবির আহমেদ আকন্দ রওশন আরা শিশুস্বর্গ বিদ্যানিকেতনের প্রধান শিক্ষক আতাউর রহমান প্রমুখ উপস্থিত ছিলেন।

শিশুস্বর্গ ফাউন্ডেশন সূত্র জানায়, ২০১০ সাল থেকে প্রতিবছর এ প্রতিষ্ঠানের পক্ষ থেকে গরীব শিশুদের মাঝে ঈদ উপহার ও দুস্থ অসহায় মানুষের মাঝে বিভিন্নভাবে সহযোগিতা দেয়া হয়।

সফিকুল আলম/এসএমএম/জিকেএস