ভিডিও ENG
  1. Home/
  2. দেশজুড়ে

ডাকাতি মামলায় যুবক গ্রেফতার

জেলা প্রতিনিধি | দিনাজপুর | প্রকাশিত: ০৫:০৬ পিএম, ০৮ মে ২০২১

দিনাজপুরের গোবিন্দগঞ্জে ডাকাতি মামলায় সুজন মিয়া (২৫) নামে এক যুবককে গ্রেফতার করেছে র‍্যাব।

শনিবার (৮ মে) দুপুরে আটক সুজনকে হাকিমপুর থানায় সোপর্দ করা হয়েছে।

র‍্যাব-১৩ এর কোম্পানি অধিনায়ক লে. কমান্ডার আব্দুল্লাহ আল মামুন স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

এতে বলা হয়েছে, ১ এপ্রিল জেলার হাকিমপুর উপজেলার বোয়ালদাড় ইউনিয়নে রাস্তার উপর গাছে গুড়ি ফেলে ডাকাতির ঘটনা ঘটে। এ সময় থানা পুলিশ এক ডাকাতকে আটক করে। এই ঘটনায় হাকিমপুর থানায় একটি ডাকাতি মামলা দায়ের করা হয়। পরবর্তীতে পুলিশের পাশাপাশি ছায়া তদন্ত শুরু করে র‍্যাব। শুক্রবার (৭ মে) বিকেলে সুজনকে গোবিন্দগঞ্জ উপজেলার কামদিয়া বাজার থেকে আটক করা হয়।

এমদাদুল হক মিলন/এসজে/জিকেএস