দিনাজপুরে ট্রাকচাপায় ট্রাক্টরের হেলপার নিহত
দিনিাজপুরে ট্রাকচাপায় এরশাদ আলী (৩৫) নামের ট্রাক্টরের এক হেলপার নিহত হয়েছেন। এ দুর্ঘটনায় ট্রাক্টরের চালক আহত হয়েছেন। তিনি হাসপাতালে ভর্তি রয়েছেন।
সোমবার (১০ মে) সকাল সাড়ে ৬টায় দিনাজপুর রংপুর মহাসড়কের নানীরবন্দর কলেজ মোড়ে এ দুর্ঘটনা ঘটে।
নিহতএরশাদ আলী কাহারোলর ১৩ মাইল গড়েয়া গ্রামের বাসিন্দা।
জানা যায়, সোমবার সকাল সাড়ে ৬টায় রানীরবন্দর কলেজ মোড়ে একটি ট্রাকের চাপা দেয় ইটবাহী একটি ট্রাক্টরকে। এতে ঘটনাস্থলেই এরশাদ আলী মারা যান।
চিরিরবন্দর ফায়ার সার্ভিস ও পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে। আর আহত চালককে দিনাজপুরের এম আব্দুর রহিম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
চিরিরবন্দর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সুব্রত কুমার সরকার বিষয়টি নিশ্চিত করেন।
এমদাদুল হক মিলন/এসএমএম/জেআইএম
সর্বশেষ - দেশজুড়ে
- ১ নির্ধারিত সময়ের এক ঘণ্টা আগেই হঠাৎ বন্ধ হলো বাণিজ্যমেলা
- ২ খাসিয়া-চা শ্রমিক: পাশাপাশি বাস অথচ জীবনযাত্রা আকাশ-পাতাল তফাৎ
- ৩ ভোলার মেঘনায় ডাকাত আতঙ্ক, মুক্তিপণ-হামলার ভয়ে নদী ছাড়ছেন জেলেরা
- ৪ খুলনায় ফের ঊর্ধ্বমুখী সবজির বাজার, আগের দামে আলু-পেঁয়াজ
- ৫ ভাইয়ের বিরুদ্ধে মোবাইল কোর্ট: ইউপি চেয়ারম্যান-ইউএনওর বাগবিতণ্ডা