ভিডিও EN
  1. Home/
  2. দেশজুড়ে

ভোলায় ইউএনওর গাড়িতে হামলা

জেলা প্রতিনিধি | ভোলা | প্রকাশিত: ১১:২৬ পিএম, ১২ মে ২০২১

ভোলার চরফ‌্যাশন উপ‌জেলার নির্বাহী অ‌ফিসার (ইউএনও) মো. রুহুল আ‌মি‌নের গাড়িতে হামলা চা‌লি‌য়ে‌ছে দুর্বৃত্তরা। বুধবার (১২ মে) রা‌তে উপ‌জেলার বটতলা এলাকায় এ ঘটনা ঘ‌টে।

ইউএনও রুহুল আ‌মিন এ তথ‌্য নি‌শ্চিত ক‌রে জা‌গো নিউ‌জকে জানান, ‘রা‌তে চরফ‌্যাশ‌নের বটতলায় সরকা‌রি নি‌র্দেশনা অমান‌্য ক‌রে রাত ৮টার পরও দোকান খোলা রাখায় এক‌টি দোকা‌নে জ‌রিমানা ক‌রে উপ‌জেলা সহকারী ক‌মিশনারসহ (ভূ‌মি) অ‌ফি‌সে ফির‌ছি‌লাম। আমরা হে‌ঁ‌টে ফিরছিলাম। আর গাড়িটি চা‌লি‌য়ে উপ‌জেলার দি‌কে যা‌চ্ছিলেন ড্রাইভার। এ সময় দুর্বৃত্তরা গাড়িতে ইট-পাট‌কেল নি‌ক্ষেপ ক‌রে। এ‌তে গাড়ির গ্লাস ভে‌ঙে যায়। এ ঘটনায় কেউ আহত হননি।’

গাড়িতে হামলাকারী‌দের কাউ‌কে চিন‌তে পা‌রেননি বলে জানিয়েছেন তি‌নি।

চরফ‌্যাশন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ও‌সি ) মো. ম‌নির হো‌সেন মিয়া জানান, এ ঘটনায় থানায় কেউ অ‌ভি‌যোগ ক‌রে‌নি।

জু‌য়েল সাহা বিকাশ/এমএসএইচ