ভিডিও ENG
  1. Home/
  2. দেশজুড়ে

তিন দিনের ছুটিতে হিলি স্থলবন্দর

জেলা প্রতিনিধি | দিনাজপুর | প্রকাশিত: ০২:১৭ পিএম, ১৩ মে ২০২১

মুসলিম সম্প্রদায়ের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে দিনাজপুরের হিলি স্থলবন্দরে বৃহস্পতিবার (১৩ মে) থেকে তিন দিন আমদানি-রফতানি বন্ধ।

বিষয়টি নিশ্চিত করেন হিলি স্থলবন্দর আমদানি-রফতানিকারক গ্রুপের সাধারণ সম্পাদক মোস্তাফিজুর রহমান।

তিনি জানান, পবিত্র ঈদুল ফিতর উদযাপন উপলক্ষে দুই দেশের ব্যবসায়ীদের সিদ্ধান্ত অনুযায়ী আজ ১৩ মে থেকে ১৫ মে পর্যন্ত হিলি বন্দর দিয়ে আমদানি-রফতানি কার্যক্রম বন্ধ রাখা হয়েছে।

রোববার (১৬ মে) সকাল থেকে যথারীতি নিয়মে আমদানি-রফতানি কার্যক্রম চালু হবে বলেও তিনি জানান।

এমদাদুল হক মিলন/এসআর/এমকেএইচ