কালীগঞ্জে সড়ক দুর্ঘটনায় এমপি আনার আহত
ঝিনাইদহ-৪ আসনের সংসদ সদস্য (এমপি) আনোয়ারুল আজিম আনার সড়ক দুর্ঘটনায় আহত হয়েছেন। এসময় তার সঙ্গে থাকা কালীগঞ্জ উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান শিবলী নোমানী।
রোববার (১৬ মে) সকাল ১০টার দিকে কালীগঞ্জ উপজেলার বলাকান্দর এলাকায় ষাইটবাড়িয়া নতুন বাজার এলাকায় তাদের বহনকারী মোটরসাইকেলের সঙ্গে অপর একটি মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে এ ঘটনা ঘটে।
দুর্ঘটনায় সংসদ সদস্য মাথায় আঘাতপ্রাপ্ত হন। আহতদের স্থানীয়দের সহযোগিতায় উদ্ধার করে কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেয়া হয়েছে।
কালীগঞ্জ পৌরসভার মেয়র ও পৌর আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আশরাফুল আলম আশরাফ জানান, কালীগঞ্জ থেকে ষাটবাড়িয়া গ্রামে এক শিক্ষার্থীর মৃত্যুর খবর পেয়ে শোকাহত পরিবারকে সমবেদনা জানাতে মোটরসাইকেল চালিয়ে সেখানে যাচ্ছিলেন এমপি আনোয়ারুল আজিম আনার। তার সঙ্গে ছিলেন কালীগঞ্জ উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান শিনবী নোমানী। ষাটবাড়িয়া নতুন বাজার এলাকায় পৌঁছালে অপরদিক থেকে আসা আরেকটি মোটরসাইকেলের সঙ্গে সংসদ সদস্যকে বহনকারী মোটরসাইকেলের সঙ্গে সংঘর্ষ হয়। এতে তারা দুজনই মোটরসাইকেল থেকে ছিটকে পড়ে যান। এতে এমপি মাথায় আঘাতপ্রাপ্ত হন এবং উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান শিবলী নোমানীর শরীরের বিভিন্ন স্থান কেটে যায়।
সংসদ সদস্য আনোয়ারুল আজিম আনারের একান্ত সহকারী সচিব এমএ রউফ জানান, এমপির মাথার পেছনে আঘাত লেগেছে। হাসপাতালের ইসিজি রিপোর্ট ভালো এসেছে। এখন চিকিৎসকের পরামর্শ অনুযায়ী মাথার সিটিস্ক্যান করানো হবে। তবে তিনি সুস্থ আছেন।
আব্দুল্লাহ আল মাসুদ/এসআর/এমকেএইচ