মানিকগঞ্জে ধান কাটতে গণবিজ্ঞপ্তি
মানিকগঞ্জে ধান কাটতে জরুরি গণবিজ্ঞপ্তি দেয়া হয়েছে। গত কয়েকদিন ধরে জেলার বিভিন্ন উপজেলার নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও কৃষি কর্মকর্তারা সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে এ গণবিজ্ঞপ্তি প্রচার করছেন।
বৃহস্পতিবার (২০ মে) শিবালয় উপজেলা প্রশাসনের ফেসবুক পেজে কৃষি কর্মকর্তা স্বাক্ষরিত এমন একটি জরুরি গণবিজ্ঞপ্তি দেখা যায়।

গণবিজ্ঞপ্তিতে বলা হয়, আবহাওয়া অধিদফতরের পূর্বাভাস মোতাবেক বঙ্গোপসাগরের আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জ এলাকায় নিম্নচাপের করণে সৃষ্ট ঘূর্ণিঝড় ‘ঈয়াশ’ আগামী ২৬ মে (বুধবার) উপকুলে আঘাত হানতে পারে। এতে প্রচণ্ড বাতাসে মাঠে থাকা বোরো ধান ক্ষতিগ্রস্ত হতে পারে। একই সঙ্গে বৃষ্টিপাতের কারণে পদ্মা ও যমুনার মোহনায় ন্যায় প্লাবিত হওয়ার সম্ভাবনা রয়েছে। এ ক্ষেত্রে উপজেলার সকল কৃষকদের পাকা ধান কেটে ফেলার অনুরোধ করা হল।

বিজ্ঞপ্তিতে কৃষি শ্রমিক সংকট দেখা গেলে উপজেলা কৃষি অফিস বা উপ-সহকারী কৃষি কর্মকর্তার সঙ্গে যোগাযোগ করতে বলা হয়েছে। সংকটকালীন সময়ে যোগাযোগের প্রেক্ষিতে কৃষি শ্রমিক বা কম্বাইন হারভেস্টার সরবরাহের ব্যবস্থা করা হয়েছে।

গণবিজ্ঞপ্তিতে স্বাক্ষর করেছেন শিবালয় উপজেলা কৃষি কর্মকর্তা মোহাম্মদ রিয়াজুর রহমান। একই ধরণের গণবিজ্ঞপ্তি সাটুরিয়াসহ অন্য উপজেলা থেকেও দেয়া হয়েছে।

এ বিষয়ে মানিকগঞ্জ কৃষি সম্প্রসারণ অধিদফতরের উপ-পরিচালক শাহজাহান আলী বিশ্বাস বলেন, ধান পেকে গেলেই কেটে ফেলার নিয়ম। শতভাগ পাকাতে গেলে উপরের অংশ ঝড়ে যায়। এ কারণে কৃষকদের সবসময় পাকলেই ধান কাটার নির্দেশনা দেয়া হয়।

তিনি আরও জানান, এ বছর মানিকগঞ্জ জেলায় ৪৭ হাজার ৬০০ হেক্টর জমিতে বোরো ধানের আবাদ হয়েছে। চাল উৎপাদনের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে দুই লাখ ১০ হাজার ৭৯০ মেট্রিক টন।
বি.এম খোরশেদ/আরএইচ/জিকেএস