ভিডিও EN
  1. Home/
  2. দেশজুড়ে

খাদ্য চেয়ে ৩৩৩-তে ভবন মালিকের ফোন, জরিমানা ১০০ জনকে খাওয়ানো

জেলা প্রতিনিধি | নারায়ণগঞ্জ | প্রকাশিত: ১২:৪৮ এএম, ২১ মে ২০২১

নারায়ণগঞ্জে খাদ্যসামগ্রী চেয়ে জাতীয় কল সেন্টার ৩৩৩ নম্বরে ফোন করায় ফরিদ উদ্দিন আহমেদ নামে এক ব্যক্তিকে জরিমানা করেছেন সদর উপজেলার নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আরিফা জহুরা। জরিমানা হিসেবে তাকে ১০০ গরিব-অসহায়কে সরকারি খাদ্য সহায়তার অনুরূপ প্যাকেট বিতরণের নির্দেশ দিয়েছেন তিনি।

বৃহস্পতিবার (২০ মে) সন্ধ্যায় নারায়ণগঞ্জ সদর উপজেলার কাশীপুর ইউনিয়নের দেওভোগ নাগবাড়ি এলাকায় এ ঘটনা ঘটে।

এলাকাবাসী জানান, ফরিদ উদ্দিন আহমেদ পৈত্রিক সম্পত্তিতে চারতলা ভবনের মালিক চার ভাই। তারা সেখানে বসবাস করেন। ফরিদ মিনি হোসিয়ারি দিয়ে ব্যবসা করছিলেন। কিন্তু ব্যবসায় লোকসান হওয়ায় বর্তমানে তিনি অন্য হোসিয়ারির মালিকের কারখানায় কাটিং মাস্টারের কাজ করে জীবিকা নির্বারহ করেন। ৩৩৩ নম্বরে ফোন খাদ্যসামগ্রী বিতরণের সরকারি উদ্যোগ সত্যি কি-না যাচাই করতে তিনি ফোন করেছিলেন। তার ফোন পেয়ে খাদ্যসামগ্রী নিয়ে হাজিন হন ইউএনও আরিফা জহুরা। পরে তিনি দেখেন, ফরিদ চারতলা ভবনের মালিক এবং সচ্ছল।

ইউএনও আরিফা জহুরা বলেন, সরকার ৩৩৩ কল সেন্টারের মাধ্যমে অসহায় ও দুস্থদের খাদ্য সহায়তা দিচ্ছে। কেউ এই নম্বরে কল করে সংকটের কথা জানালে ইউএনও অফিসে জানানো হয়। পরে তা যাচাই করে খাদ্যসহায়তা পৌঁছে দেয়া হয়। দুষ্টুমি করার জন্যই ওই নম্বরে কল করেন কাশীপুর ইউনিয়নের ৮নম্বর ওয়ার্ডের বাসিন্দা ফরিদ উদ্দিন আহমেদ। তাই তাকে জরিমানা করা হয়েছে।

বৃহস্পতিবার সন্ধ্যায় সরেজমিন দেখা যায়, খাদ্য সহায়তা চাওয়া ফরিদ উদ্দিন চারতলা ভবনে থাকেন। যেহেতু দুষ্টুমির ছলে তিনি এমনটা করেছেন, তাই তাকে ১০০ প্যাকেট খাদ্য সহায়তা দিতে বলেন ইউএনও। প্রতি প্যাকেটে সরকারি সহায়তার মতো ১০ কেজি চাল, ৫ কেজি আলু, ১ কেজি করে ডাল, এক লিটার সয়াবিন তেল, লবণ ও পেঁয়াজ দিতে বলা হয়। শনিবার তার উপস্থিতিতে এসব খাদ্যসামগ্রী গরিব-অসহায়ের মাঝে বিতরণ করা হবে বলে জানান ইউএনও।

শাহাদাত হোসেন/এএইচ/ইএ