ভিডিও EN
  1. Home/
  2. দেশজুড়ে

লামায় প্রেমে প্রতারিত তরুণীর বিষপানে আত্মহত্যার চেষ্টা

জেলা প্রতিনিধি | বান্দরবান | প্রকাশিত: ০৪:০১ পিএম, ২১ মে ২০২১

বান্দরবানের লামা উপজেলার রূপসীপাড়া ইউনিয়নে প্রেমে প্রতারিত হয়ে এক তরুণী বিষপান করে আত্মহত্যার চেষ্টা চালিয়েছেন বলে অভিযোগ পাওয়া গেছে।

শুক্রবার (২১ মে) সকাল সাড়ে ৯টায় নিজ বাড়িতে এই বিষপানের ঘটনা ঘটে।

লামা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগে দায়িত্বরত চিকিৎসক সহকারী মেডিকেল অফিসার বিবি ফাতেমা ঘটনার সত্যতা নিশ্চিত করেন।

তিনি জাগো নিউজকে জানান, ওই তরুণীকে প্রথমে জরুরি বিভাগে ভর্তি করা হয়। তবে অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাকে কক্সবাজার হাসপাতালে রেফার করা হয়েছে।

তরুণীর পরিবার সূত্র জানায়, টিয়ারঝিরি মুখ বাসিন্দা মিজানুর রহমানের (২০) সঙ্গে ওই তরুণীর পাঁচ বছরের প্রেমের সম্পর্ক ছিল। লকডাউনের আগে ঢাকাসহ বিভিন্ন স্থান থেকে ওই তরুণীর বিয়ের প্রস্তাব আসে। তখন মিজানুর ওই তরুণীকে অন্য কোথাও বিয়ে দিলে বিষ খাবেন বলে হুমকি দেন। পরে প্রস্তাব আসা সবাইকে না করে দেয়া হয়।

মঙ্গলবার (১৮ মে) মিজানুর রহমান তরুণীকে বিয়ে করবেন না বলে সাফ জানিয়ে দেন। এরপর থেকে তিনি মানসিকভাবে ভেঙে পড়েন। মানসিক অশান্তি থেকে শুক্রবার সকাল সাড়ে ৯টায় সবার অজান্তে বিষপান করেন। পরিবারের সদস্যরা তাৎক্ষণিক বিষয়টি জানতে পেরে তাকে লামা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন।

সহকারী পুলিশ সুপার (লামা সার্কেল) রেজওয়ানুল ইসলাম জাগো নিউজকে বলেন, ‘প্রাথমিকভাবে এ বিষয়ে একটা অভিযোগ পেয়েছিলাম। বিষয়টি সমাধানের জন্য দুই পক্ষ নিয়ে বসার কথাও ছিল। তার আগেই মেয়েটি বিষপান করেন। পুলিশ বিষয়টি খতিয়ে দেখবে।’

এসআর/এএসএম