ভিডিও EN
  1. Home/
  2. দেশজুড়ে

বিক্রির জন্য ড্রেসিং করা হচ্ছিল ৫০০ কেজি মরা মুরগি

জেলা প্রতিনিধি | ভোলা | প্রকাশিত: ০৫:০১ এএম, ২৩ মে ২০২১

ভোলার চরফ্যাশনে ‌বি‌ক্রির জন্য ৩০০টি মরা মুরগি ড্রেসিংয়ের সময় মো. রা‌সেল (২৫) না‌মে এক যুবক‌কে হাতেনাতে আটক করেছে ভ্রাম্যমাণ আদালত।

শ‌নিবার (২২ মে) রাত ১০টার দিকে আটকের পর তাকে ৫০ হাজার টাকা জরিমানা অনাদায়ে তিনমাসের কারাদণ্ড দেন ভ্রাম‌্যমাণ আদাল‌তের বিচারক ও উপ‌জেলা সহকারী ক‌মিশনার (ভূ‌মি) রিপন বিশ্বাস।

রা‌সেল উপ‌জেলার আবু বক্করপুর ইউনিয়‌নের ৭ নম্বর ওয়া‌র্ডের বাসিন্দা।

রিপন বিশ্বাস জা‌গো নিউজ‌কে বলেন, শ‌নিবার রাত সা‌ড়ে ৯ টার দি‌কে ওই যুবক উপজেলার আবু বক্করপুর এলাকা থে‌কে ভ‌্যা‌নে ক‌রে ৩০০টি (প্রায় ৫০০ কে‌জি) মরা মুরগি বি‌ক্রির জন্য চরফ‌্যাশনের মুরগিপ‌ট্টি‌র এক‌টি দোকা‌নে ড্রেসিং কর‌ছিল। গোপন সূত্রে খবর পে‌য়ে পৌর মেয়র এইচ এম মো‌র্শেদ ও কাউন্সিলর আক্তারুল আলম সামুসহ অভিযান চা‌লি‌য়ে তাকে আটক ক‌রি।

তিনি আরও বলেন, আটক রাসেল তার অপরাধ স্বীকার ক‌রেন। প‌রে ভ্রাম‌্যমাণ আদাল‌তের মাধ‌্যমে তাকে ৫০ হাজার টাকা জ‌রিমানা, অনাদা‌য়ে তিন মা‌সের কারাদণ্ড দেয়া হয়।

 জু‌য়েল সাহা বিকাশ/এসএস