ভিডিও EN
  1. Home/
  2. দেশজুড়ে

ভোলার চরাঞ্চলের মানুষ ছুটছে নিরাপদ আশ্রয়ে

জেলা প্রতিনিধি | ভোলা | প্রকাশিত: ১০:৫১ পিএম, ২৫ মে ২০২১

ঘূর্ণিঝড় ‌‘ইয়াস’র প্রভাবে জোয়ারের পানিতে প্লাবিত ভোলার চরফ্যাশন ও মনপুরা উপজেলার চরাঞ্চলের ঝুঁকিতে থাকা মানুষ নিরাপদ আশ্রয়ে যেতে শুরু করেছে।

মঙ্গলবার (২৫ মে) সন্ধ্যা থেকে রাত ৯টা পর্যন্ত ভোলার চরফ্যাশন উপজেলার চর মানিকা, ঢালচর এবং মনপুরা উপজেলার চর নিজামের ঝুঁকিতে থাকা ৫৭৮ জনকে নিরাপদ স্থানে এনে তাদের আত্মীয়-স্বজনদের কাছে হস্তান্তর করেছেন কোস্টগার্ড দক্ষিণ জোনের সদস্যরা।

কোস্টগার্ড দক্ষিণ জোনের লে. তাহসিন রহমান জাগো নিউজকে জানান, ঘূর্ণিঝড় ‘ইয়াস’র প্রভাবে চরফ্যাশন উপজেলার চর মানিকা, ঢালচর এবং মনপুরা উপজেলার চর নিজাম এলাকার নিম্নাঞ্চল প্লাবিত হয়। এদের মধ্যে চরম ঝুঁকিতে থাকা এ পর্যন্ত ৫৭৮ জন মানুষকে ঝুঁকিপূর্ণ স্থান থেকে আনা হয়েছে।

jagonews24

তিনি আরও জানান, মঙ্গলবার সন্ধ্যা থেকে রাত ৯টা পর্যন্ত আমরা ১০টি নিরাপদ নৌযানের মাধ্যমে চরাঞ্চলের ঝুঁকিতে থাকা মানুষদেরকে এনে চরফ্যাশন উপজেলার বিভিন্ন ইউনিয়নে তাদের আত্মীয়-স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে। এ কাজ চলমান রয়েছে।

এদিকে ঘূর্ণিঝড় ‘ইয়াস’র প্রভাবে ভোলার মেঘনা ও তেঁতুলিয়া নদীসহ বিভিন্ন নদ-নদীর পানি স্বাভাবিকের চেয়ে ১/২ ফুট বৃদ্ধি পেয়ে ভোলার দৌলতখান, বোরহানউদ্দিন, তজুমদ্দিন, চরফ্যাশন এবং মনপুরা উপজেলার প্রায় ২৫টি গ্রাম প্লাবিত হয়েছে। এতে পানিবন্দি রয়েছেন প্রায় ১৫ হাজার মানুষ।

অন্যদিকে ঘূর্ণিঝড় ‘ইয়াস’র জন্য আটটি কন্ট্রোল রুম খোলা হয়েছে এবং গঠন করা হয়েছে ৭৬টি মেডিকেল টিম। এছাড়াও সিপিপি, রেড ক্রিসেন্টসহ বিভিন্ন সংগঠনের ১৩ হাজার স্বেচ্ছাসেবক উপকূলীয় মানুষের সেবায় কাজ করছেন।

জুয়েল সাহা বিকাশ/এআরএ