ভিডিও ENG
  1. Home/
  2. দেশজুড়ে

এম আব্দুর রহিম মেডিকেল কলেজের ৩ চিকিৎসককে বিদায় সংবর্ধনা

জেলা প্রতিনিধি | দিনাজপুর | প্রকাশিত: ০৮:২৩ পিএম, ০৬ জুন ২০২১

দিনাজপুরের এম আব্দুর রহিম মেডিকেল কলেজের তিন চিকিৎসক অবসরে যাওয়ায় তাদের সংক্ষিপ্ত পরিসরে বিদায়ী সংবর্ধনা দেয়া হয়েছে।

রোববার (৬ জুন) দুপুরে মেডিকেল কলেজের অধ্যক্ষ ডা. সৈয়দ নাদির হোসেন তার কক্ষে এই বিদায়ী সংবর্ধনার আয়োজন করেন।

সরকারি চাকরিজীবন শেষ করে অবসরে যাওয়া শিক্ষকরা হলেন-দিনাজপুরের এম আব্দুর রহিম মেডিকেল কলেজের ডার্মাটোলজি বিভাগের বিভাগীয় প্রধান ও সহযোগী অধ্যাপক ডা. কে এম বদরুদ দোহা, অবস অ্যান্ড গাইনি বিভাগের বিভাগীয় প্রধান সহযোগী অধ্যাপক ডা. জাহানারা বেগম মুন্নি এবং অবস অ্যান্ড গাইনি বিভাগের সহকারী অধ্যাপক ডা. মেহেরুন নাহার মিনু।

সম্প্রতি তারা চাকরিজীবন শেষে অবসরে যান।

বিদায়ী সংবর্ধনা প্রদানকালে অধ্যক্ষ ডা. সৈয়দ নাদির হোসেনের সভাপতিত্বে কর্মজীবনের স্মৃতিচারণমূলক আলোচনায় অংশগ্রহণ করেন মেডিকেল কলেজের সাবেক অধ্যক্ষ ডা. শিবেশ সরকার, ডা. মো. আব্দুস সালাম, ডা. ইসরাত শারমিন, ডা. মশিউর রহমান, ডা. অলি আহাদ ও ডা. যোগেন্দ্র নাথ সরকার।

অধ্যক্ষ বিদায়ী চিকিৎসকদের ফুলেল শুভেচ্ছাসহ সৌজন্য উপহার দেন।

এমদাদুল হক মিলন/এসআর/এমকেএইচ