মানিকগঞ্জে এবার ৭২ ঘণ্টায় হত্যা মামলার চার্জশিট
মানিকগঞ্জে এবার ৭২ ঘণ্টার মধ্যে একটি হত্যা মামলার অভিযোগপত্র (চার্জশিট) দিয়েছে পুলিশ। মঙ্গলবার (৮ জুন) দুপুরে মানিকগঞ্জের আদালতে চার্জশিট দাখিল করে সিংগাইর থানা পুলিশ।
সন্ধ্যায় সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে পুলিশ জানায়, ৫ জুন রাত ৯ টার দিকে মানিকগঞ্জ সদর থানার পুর্বআরঙ্গবাদ গ্রামের আব্দুল মালেকের বসতবাড়িতে চুরির ঘটনা ঘটে। দুই চোর পালানোর সময় আব্দুল মালেকের ভাই তারা মিয়া টের পেয়ে একটি হ্যালোবাইক নিয়ে তাদের ধাওয়া করেন। গ্যারাদিয়া ব্রিজের ওপর অজ্ঞাতনামা দুই চোরকে ঝাপটে ধরার চেষ্টা করলে একজন লোডার রড দিয়ে তারা মিয়ার মাথায় আঘাত করেন। গুরুতর আহত অবস্থায় হাসপাতালে নেয়ার পথে তিনি মারা যান। এ ঘটনায় পরদিন গৃহকর্তা আব্দুল মালেক বাদী হয়ে একটি হত্যা মামলা করেন।
মামলার তদন্ত কর্মকর্তা এসআই আব্দুর রহিম ২৪ ঘণ্টার মধ্যে পূর্ব আরঙ্গবাদ গ্রামের মোকছেদ আলীর ছেলে জাহিদ (২৬) ও একই এলাকার মৃত রহিজ উদ্দিনের ছেলে শরিফ (২৫) গ্রেফতার করে পুলিশ। জিজ্ঞাসাবাদে প্রথমে চুরি ও হত্যাকাণ্ডের দোষ স্বীকার করেন তারা। তাদের দেয়া তথ্যমতে হত্যাকাণ্ডে ব্যবহৃত লোহার রডটি উদ্ধার করে পুলিশ। পরে সোমবার (৭ জুন) আসামিদের আদালতে সোপর্দ করা হলে হত্যাকাণ্ডের দায় স্বীকার করে জবানবন্দি দেন। মামলার সব কাজ সম্পন্ন করে মঙ্গলবার (৮ জুন) দুপুরে আদালতে এ মামলার চার্জশিট দাখিল করা হয়।
এর আগে গত শনিবার (২৯ মে) মামলার মাত্র ৬ ঘণ্টার মধ্যে একটি চুরির মামলার চার্জশিট দাখিল করে শিবালয় থানা পুলিশ।
বি.এম খোরশেদ/আরএইচ/জিকেএস