নীলফামারীতে ফ্যানের সুইচ দিতে গিয়ে শিশুর মৃত্যু
নীলফামারীর কিশোরগঞ্জ উপজেলায় সিলিং ফ্যানের সুইচ অন করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে লিমন মিয়া (১০) নামে এক শিশুর মৃত্যু হয়েছে।
মঙ্গলবার (৮ জুন) বিকেলে উপজেলার মাগুড়া ইউনিয়নে উত্তর শিঙ্গেরগাড়ী গ্রামে এ ঘটনা ঘটে। ওই গ্রামের আলমগীর হোসেনের ছেলে লিমন।
তার স্বজনরা জানান, বিকেল চারটার দিকে ঘরের ভেতর খেলা করার সময় লিমন ঘেমে যায়। এ সময় ঘরের সিলিং ফ্যান চালু করার জন্য সুইচ অন করতে গেলে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ছিটকে পড়ে জ্ঞান হারিয়ে ফেলে সে। উপজেলা হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
কিশোরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল আউয়াল ঘটনার সত্যতা নিশ্চিত করেন।
জাহেদুল ইসলাম/এমএসএইচ
সর্বশেষ - দেশজুড়ে
- ১ আচরণবিধি ভঙ্গ করে নেতাকর্মীদের শোডাউন, বিএনপির প্রার্থীকে শোকজ
- ২ মঞ্চে মুক্তিযোদ্ধার ‘জয় বাংলা, জয় বঙ্গবন্ধু’ স্লোগান, হট্টগোল
- ৩ জাতীয় স্মৃতিসৌধে ফুল দিতে গিয়ে আটক নিষিদ্ধ ছাত্রলীগ কর্মী
- ৪ জীবননগরে মাদকাসক্ত ছেলেকে আইনের হাতে তুলে দিলেন বাবা
- ৫ নিজ খরচে বৃদ্ধাশ্রমের মায়েদের পছন্দের খাবার খাওয়ালেন ডিসি