ভিডিও ENG
  1. Home/
  2. দেশজুড়ে

বগুড়ায় ইয়াবাসহ একজন গ্রেফতার

নিজস্ব প্রতিবেদক | বগুড়া | প্রকাশিত: ১২:৩২ পিএম, ১১ জুন ২০২১

বগুড়ায় ৫০টি ইয়াবাসহ আল বিরুনী শিপুল (৩০) নামে এক ভুয়া সাংবাদিককে গ্রেফতার করেছে পুলিশ। তার বাড়ি সদর উপেজলার মথুরা গ্রামে।

বৃহস্পতিবার (১০ জুন) রাত ১০টার সময় মহাস্থান গো-হাটির সামনে থেকে তাকে গ্রেফতার করে শিবগঞ্জ থানা পুলিশ।

পুলিশ সূত্র জানায়, গোপন সূত্রে পাওয়া তথ্যের ভিত্তিতে তারা শিপুলকে থামিয়ে তল্লাশি করে। তখন তার কাছ থেকে মাদকদ্রব্য ৫০ পিস ইয়াবা পাওয়া যায়।

একপর্যায়ে সে নিজেকে ‘সাংবাদিক’ পরিচয় দিয়ে পুলিশের ওপর চড়াও হওয়ার চেষ্টা করে।

এ বিষয়ে শিবগঞ্জ থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সিরাজুল ইসলাম বলেন, ‘গ্রেফতার ব্যক্তির কাছ থেকে আমরা ইয়াবা পেয়েছি। সে নিজেকে সাংবাদিক পরিচয় দিলেও তার কাছে কোনো পরিচয়পত্র ছিল না। এক সময় সে নিজেকে ‘ফেসবুক সাংবাদিক’ পরিচয় দেয়।’

তিনি আরও বলেন, ‘শুক্রবার সকালে তার বিরুদ্ধে মাদকদ্রব্য আইনে মামলা করে আদালতে পাঠানো হয়েছে।’

এসএস/জেআইএম