ভিডিও ENG
  1. Home/
  2. দেশজুড়ে

হাতিয়ায় সঙ্গে সারা দেশের নৌ যোগাযোগ বন্ধ

জেলা প্রতিনিধি | নোয়াখালী | প্রকাশিত: ০৩:৫১ পিএম, ১৪ জুন ২০২১

বঙ্গোপসাগরে সৃষ্ট লঘুচাপের কারণে উত্তাল রয়েছে মেঘনা নদী। এ কারণে নোয়াখালী দ্বীপ উপজেলা হাতিয়ার সঙ্গে সারা দেশের নৌ যোগাযোগ বন্ধ রয়েছে।

সোমবার (১৪ জুন) দুপুরে নোয়াখালী জেলা প্রশাসক মোহাম্মদ খোরশেদ আলম খান বিষয়টি নিশ্চিত করেছেন।

এতে দেশের অন্য কোথাও থেকে লোকজন হাতিয়ায় আসতে পারছেন না এবং হাতিয়া থেকে কেউ দ্বীপের বাইরেও যেতে পারছেন না। এ পরিস্থিতিতে দুর্ভোগে পড়েছেন অপেক্ষমাণ কয়েকশ যাত্রী।

জেলা প্রশাসক বলেন, ‘দুর্যোগপূর্ণ আবহাওয়ার কারণে হাতিয়ার সঙ্গে সাময়িকভাবে সব নৌ যোগাযোগ বন্ধ রয়েছে। পরিস্থিতি স্বাভাবিক হলে নৌ পুনরায় চলাচল শুরু হবে।’

এসজে/এমকেএইচ