নোয়াখালীতে অস্ত্রসহ কিশোর গ্যাং লিডার গ্রেফতার
নোয়াখালীর বেগমগঞ্জে অস্ত্র ও গুলিসহ সজিব হোসেন (১৯) নামের এক কিশোর গ্যাং লিডারকে গ্রেফতার করেছে পুলিশ।
সোমবার (১৪ জুন) বিকেলে অস্ত্র আইনে মামলা দিয়ে তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।
বেগমগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. কামরুজ্জামান সিকদার বলেন, রোববার (১৩ জুন) রাতে গোপন সংবাদের ভিত্তিতে সজিবকে উপজেলার আলাইয়ারপুর ইউনিয়নের আফতারামপুর গ্রাম থেকে একটি পাইপগান ও একটি কার্তুজসহ আটক করা হয়।
এসময় দুটি ছোরা ফেলে তার আরেক সহযোগী পালিয়ে যান। সজিব এনায়েত নগর গ্রামের শাহ আলমের ছেলে। তার বিরুদ্ধে কিশোর গ্যাং লিডার হিসেবে বিভিন্ন অপকর্মের অভিযোগ রয়েছে।
রোববার রাতেও সজিবের নেতৃত্বে তার বাহিনী আফতারামপুর গ্রামের জনৈক করিমের বাড়িতে হামলা চালিয়ে ভাঙচুর করার অভিযোগ ওঠে।
আরএইচ/এমকেএইচ