কুয়াকাটায় বজ্রপাতে জেলের মৃত্যু
ফাইল ছবি
পটুয়াখালীর কুয়াকাটা সৈকতে রেণু পোনা সংগ্রহ করতে গিয়ে বজ্রপাতে আলমগীর বিশ্বাস (৪৯) নামের এক জেলের মৃত্যু হয়েছে।
মঙ্গলবার (১৫ জুন) ভোর ৫টায় সৈকতের মহিপুরের মম্বিপাড়া গ্রামে এ ঘটনা ঘটে। তিনি এই গ্রামের আপ্তার বিশ্বাসের ছেলে।
স্থানীয় লতাচাপলী ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান আনসার উদ্দিন মোল্লা বলেন, জোয়ারের পানিতে মাছের রেণু পোনা ধরার জন্য ভোরে সাগরে যান আলমগীর বিশ্বাস। এসময় হঠাৎ বজ্রপাতে তার মৃত্যু হয়। পরে স্থানীয়রা মরদেহ বাড়িতে নিয়ে যান।
মহিপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনিরুজ্জামান বজ্রপাতে জেলে নিহতের সত্যতা নিশ্চিত করেন।
আরএইচ/এএসএম