ভিডিও ENG
  1. Home/
  2. দেশজুড়ে

৪ গাঁজা গাছসহ যুবক আটক

জেলা প্রতিনিধি | নোয়াখালী | প্রকাশিত: ০৪:৩৪ পিএম, ১৭ জুন ২০২১

নোয়াখালীর সুবর্ণচরে চারটি গাঁজার গাছসহ শেখ ফরিদ প্রকাশ বেচুমিয়া (৩০) নামের এক যুবককে গ্রেফতার করেছে চরজব্বর থানা পুলিশ।

বৃহস্পতিবার (১৭ জুন) দুপুরে বিশ্ব তামাক মুক্ত দিবসে বিশেষ অভিযান চালিয়ে পশ্চিম চরবাটা গ্রাম থেকে তাকে আটক করা হয়।

চরজব্বর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জিয়াউল হক বিষয়টি নিশ্চিত করেন।

তিনি জানান, সেন্টার বাজার ইউনিয়ন স্বাস্থ্যকেন্দ্রের পেছনে ১৬টি গাঁজার গাছ লাগিয়েছিলেন শেখ ফরিদ। এরমধ্যে ১২টি নষ্ট হয়ে গেলেও চারটি গাছ তাজা পাওয়া যায়।

আটক শেখ ফরিদ বেচুমিয়া চরবাটা ১ নম্বর ওয়ার্ডের আবদুল মালেকের ছেলে। তার বিরুদ্ধে এর আগেরও গাঁজার একাধিক মামলা রয়েছে বলে ওসি জানান।

এসআর/জিকেএস