উত্তর-দক্ষিণাঞ্চলের রেল চলাচল স্বাভাবিক
পাবনার ভাঙ্গুড়ায় লাইনে ক্রেনধসের চার ঘণ্টাপর রেল চলাচল স্বাভাবিক হয়েছে। রোববার (২০ জুন) সন্ধ্যা সাড়ে ছয়টার দিকে রেল চলাচল শুরু হয়েছে বলে ভাঙ্গুড়া স্টেশন মাস্টার মাজহারুল হক তালুকদার বিষয়টি নিশ্চিত করেন।
তিনি বলেন, স্টেশনের অদূরে ক্রেন দিয়ে রেললাইনের স্লিপার প্রতিস্থাপনের কাজ চলছিল। টানা বৃষ্টির কারণে নরম মাটিতে ক্রেনের একটি চাকা ধসে পড়ে। এসময় ক্রেনটি রেললাইনের ওপর পড়লেও কেউ হতাহত হননি। তবে উত্তর-দক্ষিণাঞ্চলের সঙ্গে ট্রেন চলাচল বন্ধ হয়ে যায়। প্রায় সাড়ে চার ঘণ্টা পর সন্ধ্যা সাড়ে ৬টার দিকে ক্রেনটি লাইন থেকে সরানোর পর রেলযোগাযোগ স্বাভাবিক হয়।
পাকশী রেলওয়ে পুলিশের উপ-পরিদর্শক (এসআই) আতাউর রহমান বলেন, ক্রেনটি উল্টে যাওয়ায় পর সেটি উদ্ধারের জন্য ঈশ্বরদী স্টেশন থেকে একটি উদ্ধারকারী ট্রেন দুপুরেই রওয়ানা দেয়।
আমিন ইসলাম/আরএইচ/এমকেএইচ
সর্বশেষ - দেশজুড়ে
- ১ চট্টগ্রামে ১১ দলীয় জোটের আসন বণ্টন, ১৬ আসনে জামায়াতের ভাগে ৯
- ২ আচরণবিধি লঙ্ঘনের দায়ে বিএনপি সমর্থককে ১০ হাজার টাকা জরিমানা
- ৩ ফরিদপুরে ঐতিহ্যবাহী গরুদৌড় প্রতিযোগিতা অনুষ্ঠিত
- ৪ সুনামগঞ্জে প্রার্থিতা ফিরে পেলেন বিএনপি ও এবি পার্টির প্রার্থী
- ৫ আচরণবিধি লঙ্ঘন করায় মিন্টুর ভাই আকবরকে ২০ হাজার টাকা জরিমানা