ভাঙ্গুড়ায় ট্রেন লাইনে ক্রেন : উত্তর-দক্ষিণাঞ্চলের রেল চলাচল বন্ধ

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি পাবনা
প্রকাশিত: ০৬:৩৭ পিএম, ২০ জুন ২০২১

পাবনার ভাঙ্গুড়ায় ট্রেন লাইনে ক্রেন উল্টে যাওয়ায় উত্তর ও দক্ষিণাঞ্চলের মধ্যে রেল যোগাযোগ বন্ধ রয়েছে। রোববার (২০ জুন) দুপুর ২টার দিকে ভাঙ্গুড়া স্টেশনের কাছেই স্লিপার বদলের সময় এ ঘটনা ঘটে।

ভাঙ্গুড়া স্টেশনমাস্টার মাজহারুল হক তালুকদার বিষয়টি নিশ্চিত করেন।

তিনি বলেন, ভাঙ্গুড়া স্টেশনের অদূরে ক্রেন দিয়ে রেললাইনের পুরোনা স্লিপার সরিয়ে নতুন স্লিপার স্থাপনের কাজ চলছিল। পুরোনা স্লিপার একটি মালবাহী ট্রেনে ওঠানো হচ্ছিল। কাজ চলার সময় হালকা বৃষ্টি হচ্ছিল। এছাড়া গত কয়েকদিনের বৃষ্টির কারণে রেললাইনের পাশে কাঁচা অংশের মাটিও নরম ছিল। এ অবস্থায় দুপুর ২টার দিকে ক্রেনটির একটি চাকা ধসে গিয়ে এটি রেললাইনের উপর উঠে যায়। এতে কেউ হতাহত হয়নি। তবে ট্রেন চলাচল বন্ধ হয়ে যায়।

মাজহারুল হক আরও বলেন, শিগগিরই উদ্ধারকাজ শেষ হবে এবং ট্রেন চলাচল শুরু হবে বলে আশা করা হচ্ছে।

jagonews24

এ প্রসঙ্গে পাকশী রেলওয়ে পুলিশের উপ-পরিদর্শক আতাউর রহমান বলেন, ভাঙ্গুড়া স্টেশনের কাছে ক্রেন উল্টে যাওয়ায় তা উদ্ধারের জন্য ঈশ্বরদী স্টেশন থেকে একটি উদ্ধারকারী ট্রেন দুপুরেই রওনা হয়েছে।

এদিকে এ প্রতিবেদন লেখা পর্যন্ত (সন্ধ্যা ৬টা) রেল চলাচল বন্ধ ছিল। ক্রেনটি সরানোর কাজ চলছে।

আমিন ইসলাম/এমআরআর/জেআইএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।