মানিকগঞ্জে চতুর্থ শ্রেণির ছাত্রীকে সংঘবদ্ধ ধর্ষণ, ৩ কিশোর আটক
মানিকগঞ্জে প্রাইভেট পড়তে যাওয়ার সময় চতুর্থ শ্রেণির ছাত্রীকে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগে তিন কিশোরকে আটক করেছে র্যাব।
রোববার (২০ জুন) দুপুরে সদর উপজেলার শানবাধাঁ গ্রাম থেকে তাদের আটক করা হয়।
র্যাব-৪ এর মানিকগঞ্জের কোম্পানি কমান্ডার এএসপি অনু মং বলেন, গত বৃহস্পতিবার (১৭ জুন) বিকালে চতুর্থ শ্রেণির ওই শিক্ষার্থী প্রাইভেট পড়তে যাচ্ছিল। গ্রামের একটি পোল্ট্রি খামারে ডেকে নিয়ে তাকে ধর্ষণ করে দুই কিশোর। এসময় ধর্ষণের ভিডিও ধারণ করে পরদিন ১৮ জুন (শুক্রবার) আরেক কিশোর তাকে ধর্ষণ করে। এ ঘটনা কাউকে জানালে প্রাণে মেরে ফেলার ভয় দেখানো হয়।
কিন্তু মেয়েটি অসুস্থ হয়ে পড়লে মায়ের কাছে ঘটনা খুলে বলে। এরপর বিষয়টি স্থানীয়ভাবে মিমাংসার জন্য চাপ দেয়া হয় শিশুটির পরিবারকে। পরবর্তীতে বিষয়টি রর্যাব জানার পর আসামিদের গ্রেফতার ও ভিকটিমকে উদ্ধার করে।
তিনি আরও বলেন, আটকদের থানায় হস্তান্তর করা হয়েছে। এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে।
বি.এম খোরশেদ/আরএইচ/জেআইএম