ভিডিও ENG
  1. Home/
  2. দেশজুড়ে

ইয়াবা সরবরাহ করতে কক্সবাজার থেকে নোয়াখালীতে এসে ধরা

জেলা প্রতিনিধি | নোয়াখালী | প্রকাশিত: ০১:৩৯ এএম, ২১ জুন ২০২১

কক্সবাজারের মহেশখালী থেকে ইয়াবা সরবরাহ করতে এসে নোয়াখালী গোয়েন্দা পুলিশের (ডিবি) হাতে গ্রেফতার হয়েছেন মো. আনোয়ার (৪০) ও আবুল বশর (৩০) নামে দুই মাদক কারবারি। তাদের কাছ থেকে ৬০০টি ইয়াবা ট্যাবলেট জব্দ করা হয়েছে। গ্রেফতার দুজনের বাড়ি কক্সবাজারের মহেশখালী উপজেলার ধলঘাট ইউনিয়নের সাপমারা গ্রামে।

গোপন সংবাদের ভিত্তিতে রোববার (২০ জুন) বিকেল সাড়ে ৪টার দিকে কোম্পানীগঞ্জের বসুরহাট পৌরসভার ৫ নম্বর ওয়ার্ডের হাইস্কুল এলাকা থেকে আনোয়ার ও বশরকে আটক করা হয়।

নোয়াখালী জেলা গোয়েন্দা পুলিশের (ডিবি) পরিদর্শক মো. রবিউল হক জাগো নিউজকে বিষয়টি নিশ্চিত করেন।

তিনি বলেন, তারা প্রতিনিয়ত স্থানীয় মাদক বিক্রেতাদের কাছে ইয়াবা সরবরাহ করে আসছিল। ইয়াবার স্থানীয় এজেন্টদের তথ্য বের করার চেষ্টা চলছে।

রবিউল হক আরও জানান, ইয়াবা উদ্ধারের ঘটনায় ডিবির এসআই শামিম বাদি হয়ে কোম্পানীগঞ্জ থানায় একটি মামলা করেছেন। সোমবার অভিযুক্তদের আদালতে হাজির করে রিমান্ডের আবেদন করা হবে।

ইকবাল হোসেন মজনু/এসএস