নোয়াখালীতে ১২ মামলার আসামি অস্ত্রসহ গ্রেফতার
নোয়াখালীর চাটখিলে ১২ মামলার আসামি ফজলুর রহমান মধুকে (৩৬) অস্ত্রসহ গ্রেফতার করেছে পুলিশ।
রোববার (২০ জুন) দিবাগত রাত ২টায় উপজেলার নোয়াখলা ইউনিয়ন থেকে একটি দেশীয় তৈরি পাইপগানসহ তাকে গ্রেফতার করা হয়।
সোমবার (২১ জুন) তাকে আদালতে নেয়া হবে।
চাটখিল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আনোয়ারুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেন।
তিনি বলেন, ‘মধুর বিরুদ্ধে থানায় চারটি হত্যা ও চারটি মাদকসহ ১২টি মামলা রয়েছে।’
গ্রেফতার মধু চাটখিল থানা এলাকার খিলপাড়া ইউনিয়নের শ্রীপুর গ্রামের সাব মিয়ার ছেলে। মধু দীর্ঘদিন পলাতক ছিলেন।
অভিযান পরিচালনাকারী উপ-পরিদর্শক (এসআই) কৃষ্ণ কুমার দাস জাগো নিউজকে জানান, রোববার গভীর রাতে গোপন সংবাদের ভিত্তিতে শিমবাউড়া আনোয়ার উল্যাহ পণ্ডিত বাড়ি থেকে মধুকে অস্ত্রসহ গ্রেফতার করা হয়। তিনি নিজের পরিচয় গোপন করে ওই বাড়িতে অবস্থান করছিলেন।
ইকবাল হোসেন মজনু/এসএমএম/জিকেএস